মালাখানি ছিল হাতে ঝরে তবু ঝরে নাই

মালাখানি ছিল হাতে ঝরে তবু ঝরে নাই,

বিদায়ের ব্যথা লয়ে জলে আঁখি ভরে নাই।

যদি গো শুকাল ফুল তবু সে তো নহে ভুল—

ছিল মোর অপরাধ, ক্ষমা সে তো করে নাই।।

খেলা হল অবসান মন নাহি ভোলে গো,

ফাগুনের মতো হায় সেও গেছে চলে গো।।

বাঁশি আজ কেঁদে কয় তবু সে তো দূরে নয়—

বালুচরে মোর প্রেম খেলাঘর গড়ে নাই।।

কথা : গৌরীপ্রসন্ন মজুমদার

সুর : শিল্পী

শিল্পী: শচীন দেববর্মণ

আরো পড়ুন:  কালসাপে দংশে আমায়, ওঝা হয়ে সে যেন রে বিষ নামায়। ছোবল খেয়ে

Leave a Comment

error: Content is protected !!