মন-ময়ূরী ছড়ালো পেখম তারি।
সোনালী আকাশে রঙে রঙে ভরা এমন দিনটি
যদি থাকিতে তুমি মোর পাশে।
বর্ষা নাই চোখে চোখে আমি তাই
সেধে সেধে এনেছি আঁখিজল বরষায়,
ভরসা নাই তুমি মোর কাছে নাই
বুকে বুকে বেঁধেছি অসহায় ভরসায়।
জানি — দিন রজনী।
কেঁদে কেটে যাবে।
তোমারই আশে ।।
ছন্দ নাই, চারিদিকে দ্বন্দ্ব হায়
দুপায়ের শিকলে করেছি নূপুর তাই।
গন্ধ নাই, এ জীবন আমি তাই
ফুলেরই মতন ফুটে সুরভি ছড়াতে চাই
শুধু মন করে ধূ ধূ।
পূর্ণিমা আঁধার
মোর নীলাকাশে ।
সলিল চৌধুরী (হিন্দি: सलिल चौधरी, মালয়ালম: സലില് ചൗധരി) (নভেম্বর ১৯, ১৯২৫ – সেপ্টেম্বর ৬, ১৯৯৫) একজন ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার। তিনি মূলত বাংলা, হিন্দি, এবং মালয়ালাম চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। আধুনিক বাংলা গানের সুরস্রষ্টা হিসেবে এবং গণসংগীতের প্রণেতা হিসেবে তিনি একজন স্মরণীয় বাঙালি। তাঁর দুটি প্রকাশিত গ্রন্থ হচ্ছে ‘প্রান্তরের গান’ এবং ‘সলিল চৌধুরীর গান’। হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় প্রমুখ উল্লেখযোগ্য সংগীতশিল্পীগণ তাঁর রচিত গান গেয়েছেন।