নাবিক আমার নোঙর ফেল

নাবিক আমার নোঙর ফেল,

ওই তো তোমার তীর

মাঝির মায়ার বাঁধন পরো

সাগর  মুসাফির।

দিকে দিকে অবাধ ডানার

আকাশ শুধু ছিল তোমার

নিরালাতে রচো এবার

একটি ছোট নীড়।

অকূল থেকে আকুল হাওয়া

ডাকবে যখন এসে,

অঙ্গনে থাক পুষ্পতরু,

বিদায় দেবে হেসে,

সপ্তঋষির ইশারাতে

ঘুম যদি না আসে রাতে,

জ্বেলে রেখো আকাশ প্রদীপ,

ছুটির মিনতির।।

আরো পড়ুন:  যদি ভালো না লাগে তো দিও না মন

Leave a Comment

error: Content is protected !!