নাবিক আমার নোঙর ফেল,
ওই তো তোমার তীর
মাঝির মায়ার বাঁধন পরো
সাগর মুসাফির।
দিকে দিকে অবাধ ডানার
আকাশ শুধু ছিল তোমার
নিরালাতে রচো এবার
একটি ছোট নীড়।
অকূল থেকে আকুল হাওয়া
ডাকবে যখন এসে,
অঙ্গনে থাক পুষ্পতরু,
বিদায় দেবে হেসে,
সপ্তঋষির ইশারাতে
ঘুম যদি না আসে রাতে,
জ্বেলে রেখো আকাশ প্রদীপ,
ছুটির মিনতির।।
প্রেমেন্দ্র মিত্র ( জন্ম: ১৯০৪ – মৃত্যু: ৩ মে, ১৯৮৮) বাঙালি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক ছিলেন। বিচিত্রকর্মা মানুষ। প্রধানত কবি ও কথা সাহিত্যিক। এছাড়া শিক্ষকতা, পত্রিকা সম্পাদনা, চিত্রনাট্য লেখা ও চলচ্চিত্র পরিচালনা, বেতার কেন্দ্র পরিচালনা ইত্যাদি নানাবিধ কাজ সারাজীবনে করেছেন। অশীতিপর জীবনেও পূর্ণসময়ের সাহিত্যসেবক ছিলেন।