ও জানি ভোমরা কেন কথা কয় না

ও জানি ভোমরা কেন কথা কয় না,

মহুয়া কেন মাতাল হয় না। (জানি, আমি শুধু জানি)

পদ্মফোটা ঝিল রোদে শুধু ঝিলিমিলি ঝিলিমিলি করে,

তবু কেন আঁখি ঝরে শুধু ঝর ঝর ঝর ঝর ঝরে—

আমি শুধু জানি এ মন কেন ঘরে রয় না।।

কৃষ্ণচূড়া হাওয়ার সুরে শুধু ঝিরিঝিরি ঝিরিঝিরি দোলে,

সে এক পাখি শুনি ডাকে শুধু ‘চোখ গেল’ ‘চোখ গেল’ বলে—

আমি শুধু জানি এ জ্বালা কেন প্রাণে সয় না।।

কথা : গৌরীপ্রসন্ন মজুমদার

সুর : শিল্পী

শিল্পী: শচীন দেববর্মণ

আরো পড়ুন:  এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

Leave a Comment

error: Content is protected !!