ও মোর ময়না গো / ও মোর ময়না গো
কার কারণে তুমি একলা ?
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ?
সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না
ও মোর ময়না গো
দূর দূর দূর দুর্ পানে আনমনে চাহিয়া
কি বিরাগের রাগিনী যাও গাহিয়া
দূর দূর দূর দুর্ পানে আনমনে চাহিয়া
কি বিরাগের রাগিনী যাও গাহিয়া
সবুজে সবুজে ভরা বনানী / ফুরাবে ফাগুন বুঝি জানোনি ?
সবুজে সবুজে ভরা বনানী / ফুরাবে ফাগুন বুঝি জানোনি ?
হায়রে হায়রে বুঝি তা জানোনি
ময়না গো
ও মোর ময়না গো
কার কারণে তুমি একলা ?
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ?
সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না
ও মোর ময়না গো
ঝর ঝর ঝর দু নয়ন ঝরঝর ঝরায়ে
কেন থাকো, বিষাদে মন ভরায়ে ?
ঝর ঝর ঝর দু নয়ন ঝরঝর ঝরায়ে
কেন থাকো, বিষাদে মন ভরায়ে ?
যা কিছু হারায়ে গেল যাকনা
নীল আকাশে মেলো পাখনা
যা কিছু হারায়ে গেল যাকনা
নীল আকাশে মেলো পাখনা
দাওরে দাওরে মেলে পাখনা
ময়না গো
ও মোর ময়না গো
কার কারণে তুমি একলা ?
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ?
সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না
ও মোর ময়না গো।
সলিল চৌধুরী (হিন্দি: सलिल चौधरी, মালয়ালম: സലില് ചൗധരി) (নভেম্বর ১৯, ১৯২৫ – সেপ্টেম্বর ৬, ১৯৯৫) একজন ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার। তিনি মূলত বাংলা, হিন্দি, এবং মালয়ালাম চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। আধুনিক বাংলা গানের সুরস্রষ্টা হিসেবে এবং গণসংগীতের প্রণেতা হিসেবে তিনি একজন স্মরণীয় বাঙালি। তাঁর দুটি প্রকাশিত গ্রন্থ হচ্ছে ‘প্রান্তরের গান’ এবং ‘সলিল চৌধুরীর গান’। হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় প্রমুখ উল্লেখযোগ্য সংগীতশিল্পীগণ তাঁর রচিত গান গেয়েছেন।