ওগো সুন্দর

ওগো সুন্দর,

মনের গহনে তোমার মূরতিখানি

ভেঙে ভেঙে যায়, মুছে যায় বারে বারে।

বাহির-বিশ্বে তাইতো তোমারে টানি ।।

 

ঐ যে হোথায় আকাশের নীলে

বনের সবুজ এক হয়ে মিলে,

ওই যে হোথায় বালুকা-বেলায়

ঢেউ করে কানাকানি ।।

 

তোমার আসন পাতিব পথের ধারে,

তোমার আসন পাতিব হাটের মাঝে,

আঁধারে আলোতে যুগ যুগ ধরি প্রিয়

বিরহে মিলনে চিরদিন জানাজানি ।।

আরো পড়ুন:  নেতাজী সুভাষচন্দ্র সে তুমি

Leave a Comment

error: Content is protected !!