পথ চেয়ে রব আমি পথ চেয়ে রব,

পথ চেয়ে রব আমি পথ চেয়ে রব,

পদধূলি হব, আমি পথ চেয়ে রব।

আজও খেলে বনছায়া বাতাসেরই সুরে,

আধো চাঁদে জাগে মায়া আছ কেন দূরে—

একী খেলা তব বলো একী, তবু রব, আমি পথ চেয়ে রব।

ওগো মালবিকা এখনি যেও না ঝরে—

বলো কেন ব্যথা দেবে মোরে, মালবিকা গো।

আলো ভেবে ভুলে যেন ছায়া বুকে বাঁধি,

দূরে থেকে কেন মোরে কর অপরাধী—

ব্যথা বুকে লব, তবু রব, আমি পথ চেয়ে রব।।

কথা : গৌরীপ্রসন্ন মজুমদার

সুর : শিল্পী

শিল্পী: শচীন দেববর্মণ

আরো পড়ুন:  রাতের আতরে ভিজাইয়া আদরে কেন বঁধূ দূরে যায়? চাতুরিতে ভুলেছিলাম

Leave a Comment

error: Content is protected !!