রাতের আতরে ভিজাইয়া আদরে
কেন বঁধূ দূরে যায়?
চাতুরিতে ভুলেছিলাম, মান করে আর লাভ নাই—
ভালোবাসা দেওয়া হল দায়।।
যে শিকারি সাকি, ছিল চোরা পাখি,
মন চুরি করে উড়ে যায়,
রাঙায়ে গোলাপে, ভুলায়ে প্রলাপে,
পেয়ালা সে খালি রেখে যায়।।
পিয়াসী চাতকী আসিয়া একাকী
বিষ ঢেলে সুধা নিয়ে যায়,
মিঠে আগুনেতে ক্ষণিক বাসনাতে
পিরিতি আধুরি রেখে যায়।।
কথা : মীরা দেববর্মণ
সুর ও শিল্পী: শচীন দেববর্মণ
মীরা দেববর্মণ (মার্চ ১৯১৯ – ১৫ অক্টোবর ২০০৭) জন্মেছিলেন বাংলাদেশের কুমিল্লায় ১৯১৯ খ্রিষ্টাব্দের মার্চ মাসে। মীরা হচ্ছেন বাংলার একজন খ্যাতনামা গীতিকার এবং সঙ্গীত শিল্পী। তিনি বাংলার বিখ্যাত সুরকার শচীন দেববর্মণের স্ত্রী এবং রাহুল দেববর্মণের মাতা। তাঁর উল্লেখযোগ্য গান গুলো হলো ‘আজ দোল দিল কে’ (১৯৪৬), ‘তুম হ বড়ে চিতচোর’ (১৯৪৬), ‘কেন হায় স্বপ্ন ভাঙ্গার আগে’ (১৯৪৯), ‘কালি বদরিয়া ছা গয়ে, ডালি ডালি ফুল’ (১৯৪৮), ‘কে দিল ঘুম ভাঙ্গায়ে’ (১৯৪৯) ইত্যাদি।