(সেই যে দিনগুলি বাঁশি বাজানোর দিনগুলি,
ভাটিয়ালির দিনগুলি বাউলের দিনগুলি—
আজও তারা পিছু ডাকে
কূলভাঙা গাঙের বাঁকে তাল সুপারির ফাঁকে ফাঁকে)
শুনি তাকদুম তাকদুম বাজে, বাজে ভাঙা ঢোল,
ও মন যা ভুলে যা কী হারালি ভোল রে ব্যথা ভোল।
না না তেমন তো ঢোল বাজে না,
গাজনে যে লাগত নাচন মন তো তেমন নাচে না।
কই গেল সেই ঢ্যাম কুড় কুড় ঢ্যাম কুড় কুড় বোল
কই কই কই গেল সেই ড্যাং ড্যা ড্যাডাং ড্যাডাং ড্যাডাং বোল।
ওই না পারে ঢোল বাজে রে এই পারে তার সাড়া
মাঝখানে বয় থৈ থৈ থৈ নয়নজলের ধারা।।
কই গেল সে গাঁয়ের মাটি, কই সে মায়ের কোল,
কই কই কই সে হাসি, কই সে খেলা, কই সে কলরোল।।
কথা : মোহিনী চৌধুরী
সুর : শিল্পী
শিল্পী: শচীন দেববর্মণ
মোহিনী চৌধুরী খ্যাতনামা বাঙালি কবি, গীতিকার ও চিত্র পরিচালক। জন্মেছিলেন ১৯২০ সালের ৫ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ডহরপাড়া গ্রামে। শৈশব কৈশোর কেটেছে উত্তর কলকাতায়। রিপন কলেজ থেকে ইংরাজি সাহিত্যের সাম্মানিক স্নাতক। ‘কালস্রোত’, ‘অনুষ্টুপ ছন্দ’, ‘রাজদ্রোহী’, ‘নায়িকা সংবাদ’, ‘শুকসারী’ প্রভৃতি ছবির জন্য গান লিখেছেন। গীতিকার মোহিনী চৌধুরী মারা যান ২১ মে, ১৯৮৭।