সেই যে দিনগুলি বাঁশি বাজানোর দিনগুলি

(সেই যে দিনগুলি বাঁশি বাজানোর দিনগুলি,

ভাটিয়ালির দিনগুলি বাউলের দিনগুলি—

আজও তারা পিছু ডাকে

কূলভাঙা গাঙের বাঁকে তাল সুপারির ফাঁকে ফাঁকে)

শুনি তাকদুম তাকদুম বাজে, বাজে ভাঙা ঢোল,

ও মন যা ভুলে যা কী হারালি ভোল রে ব্যথা ভোল।

না না তেমন তো ঢোল বাজে না,

গাজনে যে লাগত নাচন মন তো তেমন নাচে না।

কই গেল সেই ঢ্যাম কুড় কুড় ঢ্যাম কুড় কুড় বোল

কই কই কই গেল সেই ড্যাং ড্যা ড্যাডাং ড্যাডাং ড্যাডাং বোল।

ওই না পারে ঢোল বাজে রে এই পারে তার সাড়া

মাঝখানে বয় থৈ থৈ থৈ নয়নজলের ধারা।।

কই গেল সে গাঁয়ের মাটি, কই সে মায়ের কোল,

কই কই কই সে হাসি, কই সে খেলা, কই সে কলরোল।।

কথা : মোহিনী চৌধুরী

সুর : শিল্পী

শিল্পী: শচীন দেববর্মণ

আরো পড়ুন:  চৈত্র দিনের ঝরা পাতার পথে দিনগুলি মোর কোথায় গেল বেলা শেষের শেষ আলোকের রথে

Leave a Comment

error: Content is protected !!