তেলেঙ্গানা তেলেঙ্গানা তেলেঙ্গানা তেলেঙ্গানা…….
চিংকাং পাহাড়ের অগ্নিশিখা, দিয়েছে হানা
তেলেঙ্গানা তেলেঙ্গানা তেলেঙ্গানা তেলেঙ্গানা…….
বুকে আছে হিম্মত পেটে নেই দানা
তেলেঙ্গানা তেলেঙ্গানা তেলেঙ্গানা তেলেঙ্গানা…….
হাতে হাতে রাইফেল আছে নিশানা
তেলেঙ্গানা তেলেঙ্গানা তেলেঙ্গানা তেলেঙ্গানা…….
গানটি শুনুন ইউটিউব থেকে।
সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার চুনারুঘাট উপজেলার মিরাসি গ্রামে জন্ম নেয়া হেমাঙ্গ বিশ্বাস বাংলা গণসংগীতের জননন্দিত মহাযোদ্ধা। তিনি একজন বাঙালি সঙ্গীতশিল্পী, কবি, লেখক এবং সুরকার। মূলত লোকসঙ্গীতকে ভিত্তি করে গণসঙ্গীত সৃষ্টির ক্ষেত্রে তাঁর অবদান বাঙালির ইতিহাসে অবিস্মরণীয়। “হেমাঙ্গ বিশ্বাসের গান” এবং “শঙ্খচিলের গান” তাঁর গানের দুটি সঙ্কলন।