জাগো জাগো জাগো সর্বহারা, অনশন বন্দী ক্রীতদাস হচ্ছে ওজেন পোতিয়ে রচিত এবং হেমাঙ্গ বিশ্বাস অনূদিত একটি আধুনিক বিপ্লবী গান। গানটি মাঝারি আকারের ১২ লাইনের একটি বাংলা বিপ্লবী গান। গানটি বাংলা সুর করেছিলেন হেমাঙ্গ বিশ্বাস এবং গানটি হেমাঙ্গ বিশ্বাস ছাড়াও অনেকে গেয়েছেন। গানটি সারা দুনিয়ার প্রতিটা দেশের কমিউনিস্ট পার্টিগুলো দলীয় সংগীত হিসেবে গেয়ে থাকে।
গানের কথা
জাগো জাগো জাগো সর্বহারা
অনশন বন্দী ক্রীতদাস
শ্রমিক দিয়াছে আজি সাড়া
উঠিয়াছে মুক্তির আশ্বাস।।
সনাতন জীর্ণ কু-আচার
চূর্ণ করি জাগো জনগণ
ঘুচাও এ দৈন্য হাহাকার
জীবন-মরণ করি পণ।।
শেষ যুদ্ধ শুরু আজ কমরেড
এসো মোরা মিলি একসাথ
গাও ইন্টারন্যাশনাল
মিলাবে মানবজাত।।
হেমাঙ্গ বিশ্বাস অনূদিত গানটি শুনুন পাশের ইউটিউব চ্যানেল থেকে।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।