আন্তর্জাতিক — জাগো জাগো জাগো সর্বহারা, অনশন বন্দী ক্রীতদাস, শ্রমিক দিয়াছে

জাগো জাগো জাগো সর্বহারা, অনশন বন্দী ক্রীতদাস হচ্ছে ওজেন পোতিয়ে রচিত এবং হেমাঙ্গ বিশ্বাস অনূদিত একটি আধুনিক বিপ্লবী গান। গানটি মাঝারি আকারের ১২ লাইনের একটি বাংলা বিপ্লবী গান। গানটি বাংলা সুর করেছিলেন হেমাঙ্গ বিশ্বাস এবং গানটি হেমাঙ্গ বিশ্বাস ছাড়াও অনেকে গেয়েছেন। গানটি সারা দুনিয়ার প্রতিটা দেশের কমিউনিস্ট পার্টিগুলো দলীয় সংগীত হিসেবে গেয়ে থাকে।

গানের কথা

জাগো জাগো জাগো সর্বহারা
অনশন বন্দী ক্রীতদাস
শ্রমিক দিয়াছে আজি সাড়া
উঠিয়াছে মুক্তির আশ্বাস।।

সনাতন জীর্ণ কু-আচার
চূর্ণ করি জাগো জনগণ
ঘুচাও এ দৈন্য হাহাকার
জীবন-মরণ করি পণ।।

শেষ যুদ্ধ শুরু আজ কমরেড
এসো মোরা মিলি একসাথ
গাও ইন্টারন্যাশনাল
মিলাবে মানবজাত।।

হেমাঙ্গ বিশ্বাস অনূদিত গানটি শুনুন পাশের ইউটিউব চ্যানেল থেকে।

হেমাঙ্গ বিশ্বাসের অনূদিত ইন্টারন্যাশনাল শুনুন

 

আরো পড়ুন:  আমার ভাবনার কিন্তু দূর হইল না শুনেন গো মুরশিদ, আমার ভাবনার কিন্তু দূর হইল না

Leave a Comment

error: Content is protected !!