তব মুখখানি খুঁজিয়া ফিরি গো সকল ফুলের মুখে, ফুল ঝরে যায় তব স্মৃতি জাগে হচ্ছে প্রণব রায়ের লেখা একটি আধুনিক বাংলা গান। গানটি ১৪ লাইনের মাঝারি আকারের আধুনিক বাংলা প্রেমের গান। ১৯৪১ সালে গানটির প্রথম রেকর্ডিং-এ সুরকার এবং শিল্পী ছিলেন কমল দাশগুপ্ত। গানটি দাদরা তালের একটি অনবদ্য গান।
গানটি প্রণব রায়ের একটি গীতিকবিতা। পরবর্তীতে নাসিমা শাহীনসহ আরো বেশ কিছু শিল্পী গানটি রিমেক করেন। গানটি প্রেমিকার প্রশস্তি ও রূপক একটি গান। এই গানটিতে আধুনিক বাংলা প্রেমের গানের প্রধান বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে। গানটি মিলনের আকাঙ্ক্ষাকে পেরিয়ে বিরহের বেদনাকে কাব্যিকভাবে ফুটিয়ে তুলেছে। গানটি হয়ে উঠেছে এক অনবদ্য গান।
গানটি সুধীর চক্রবর্তী সংকলিত ও সম্পাদিত প্যাপিরাস কলকাতা প্রকাশিত প্রথম প্রকাশ ১ বৈশাখ ১৩৯৪ আধুনিক বাংলা গান গ্রন্থে প্রকাশিত রয়েছে।
গানের কথা
তব মুখখানি খুঁজিয়া ফিরি গো
সকল ফুলের মুখে,
ফুল ঝরে যায় তব স্মৃতি জাগে
কাটার মতন বুকে।।
তব প্রিয়নাম ধ’রে ডাকি
ফুল সাড়া দেয় মেলি আঁখি,
তোমার নয়ন ফুটিল না হায়,
ফুলের মতন সুখে।।
তোমার বিরহে আমার ভুবনে ওঠে রোদনের বাণী,
কানাকানি করে চাঁদ ও তারায় জানি গো তাহারে জানি।
খুঁজি বিজলী প্রদীপ জ্বেলে
কাঁদি ঝঙ্কার পাখা মেলে
অন্ধ আকাশে আঁধার মেঘের
ঢেউ ওঠে মোর বুকে।।
গানটি ইউটিউবে শুনুন প্রথম রেকর্ডিং থেকে
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।