তোমার কাস্তেটারে দিও জোরে শান

তোমার কাস্তেটারে দিও জোরে শান

কিষাণ ভাই রে,

কাস্তেটারে দিও জোরে শান।।

 

ফসল কাটার সময় হলে কাটবে সোনার ধান

দস্যু যদি লুটতে আসে কাটবে তাহার জান—রে।।

 

শান দিও, জোরসে দিও, দিও বারে বার

হুশিয়ার ভাই, কভু তাহার, যায় না যেন ধার— রে।।

 

ও কিষাণ তোর ঘরে আগুন, বাইরে যে তুফান

বিদেশি সরকার ঘরে দুয়ারে জাপান—রে।।

 

একতায় ভাই চিনের মানুষ হইল বলীয়ান

ছয়টি বছর জাপানীরে করলো যে হয়রান—রে।।

 

এক হয়ে আজ দাঁড়াও দেখি মজুর কিষাণ

এক নিমেষে আসবে স্বরাজ, ঘুচবে অপমান—রে।।

আরো পড়ুন:  বন্ধু নিরধনিয়ার ধন, কেমনে পাইমুরে কালা তোর দরিশন --- আরকুম শাহ

Leave a Comment

error: Content is protected !!