হস্তিক নড়ান হস্তিক চরান হস্তির পায়ে বেড়ি
ও রে সত্যি করিয়া কনরে মাহুত কোন বা দেশে বাড়িরে?
আর গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?
তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?
হস্তিক নরাং হস্তিক চরাং হস্তির গালায় দড়ি
ওরে সত্য করিয়া কংরে কন্যা গৌরীপুরে বাড়ি রে।
আর গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?
তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?
খাটোখুটো মাহুতরে তোর গালে চাপা দাড়ি
ওরে সত্য করিয়া কনরে মাহুত ঘরে কয়জন নারী রে
আর গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?
তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?
হস্তিক নরাং হস্তিক চরাং হস্তির গালায় দড়ি
ওরে সত্য করিয়া কংরে কন্যা বিয়াও নাই হয় মোরিরে
আর গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?
তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?
হস্তিক নরান হস্তিক চরান হস্তির পায়ে দড়ি
ওরে কি সাপে দংশিলেক বন্ধুয়াক বন্ধুয়া হৈল মোর খোরা রে
আর গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?
তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?
মুই নারিটা ঝাড়ং বন্ধুয়াক কেশের আগাল দিয়ারে
ওজায় ঝাড়ে গুণিকে ঝাড়ে ঢেকীয়ার আগাল দিয়া
ওরে মুই নারিটা ঝাড়ং বন্ধুয়াক কেশের আগাল দিয়ারে
আর গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?
তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?
ইউটিউবে ‘ও মোর মাহুত বন্ধুরে’ গানটি দেখতে পারবেন এই লিংক থেকে।
আরো পড়ুন:
০১. ফারুক ওয়াসিফ-এর “বাহের দেশের ভাওয়াইয়া নারীর ব্যথা” শিরোনামের লেখাটি পড়ুন এই লিংক থেকে।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।