ভেদি অনশন মৃত্যু তুষার তুফান, প্রতি নগর হতে গ্রামাঞ্চল হচ্ছে হেমাঙ্গ বিশ্বাসের অনূদিত এবং ল্যাংস্টন হিউজ রচিত একটি আধুনিক বাংলা গণসংগীত। গানটি মাঝারি আকারের ১৬ লাইনের একটি গীতিকবিতা। গানটি সুর করেছিলেন হেমাঙ্গ বিশ্বাস নিজেই এবং তিনিই গেয়েছিলেন। এটির অনুবাদকাল ১৯৪৯ সালে। মূল গানটির পরিচয় দিতে গিয়ে হেমাঙ্গ লিখেছেন :- “মহান অক্টোবর বিপ্লবজাত শ্রমিকশ্রেণীর প্রথম রাষ্ট্রকে রক্ষার যুদ্ধে লালপল্টনকে প্রাণের রসদ যুগিয়েছিল যে কয়টি গান – তার মধ্যে এটি অন্যতম। গৃহযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন-এর পূর্বপ্রান্তে যুদ্ধরত লালপল্টনের একটি বাহিনীর অধিনায়ক কর্নেল আলেক্জান্দ্রভ একটি লোকগীতির সুরে এই গানটি রচনা করেন। সেই অবধি পৃথিবীর শ্রমজীবিশ্রেণীর প্রাণের ভান্ডারে এই গানটি অমূল্য রত্ন হিসাবে সঞ্চিত আছে।”
গানের কথা
ভেদি অনশন মৃত্যু তুষার তুফান,
প্রতি নগর হতে গ্রামাঞ্চল
কমরেড লেনিনের আহ্বান,
চলে মুক্তিসেনা দল।
অতিক্রান্ত এ প্রান্তর গিরি দুর্গম,
পূর্ব সীমান্তে ধায় পল্টন
তাইমুরিয়ার শেষ দূর্গে
আশ্রয় নিয়েছে দুশমন।
যুদ্ধ লাঞ্ছিত বিবর্ণ লাল পতাকা
মহা গৌরবে উর্ধ্বে উড্ডীন
সদ্য সিক্ত রক্তের রঙে হলো
সহস্র গুণ রঙিন।
নিশ্চিহ্ন হলো শত্রু সৈন্য,
জাহান্নামে দস্যু বিলীন
প্রশান্ত সাগর তীরে
শ্রমিক পতাকা উড্ডীন।
গানটি রোদ্দুরের ইউটিউবে চ্যানেলে শুনুন নিচের ইউটিউব লিংক থেকে:
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।