ভয় নেই, ভয় নেই

ভয় নেই, ভয় নেই, ভয় নেই।

মরণের পাল তুলে জীবন তো আসবেই,

ভয় নেই।

ভাঙাগড়া দ্বন্দ্বের ঢেউ তুলে আসবেই,

ভয় নেই।  

আমাদের হাতে-গড়া জীবন বহন করা

তরণী তো ভাসবেই,

ক্ষয় নেই, ক্ষয় নেই, ক্ষয় নেই।

ভয় নেই, ভয় নেই, ভয় নেই।।

ভাঙা খসা ভেঙে যাক খসে যাক,

ঝরে যাওয়া মরে যাওয়া উড়ে যাক,

ক্ষয়ের পাত্র ভরে জীবন তো আসবেই,

ভয় নেই।

ভয় নেই, ভয় নেই, ভয় নেই।।

আরো পড়ুন:  মুক্তিরণের সাথী ওরে মুক্তিরণের সাথী

Leave a Comment

error: Content is protected !!