জন হেনরি, নাম তাঁর ছিল জন হেনরি ছিল যেন জীবন্ত ইন্জিন, হাতুড়ির তালে তালে
জন হেনরি বা নাম তাঁর ছিল জন হেনরি ছিল যেন জীবন্ত ইন্জিন হচ্ছে হেমাঙ্গ বিশ্বাসের অনূদিত একটি আধুনিক বাংলা গণসংগীত। গানটি বৃহৎ আকারের ৭৩ লাইনের একটি বাংলা গণসংগীত। গানটি সুর করেছিলেন হেমাঙ্গ বিশ্বাস নিজেই এবং তিনিই গেয়েছিলেন। গানটি হেমাঙ্গ বিশ্বাস ১৯৭৩ সালে অনুবাদ করেন। আরো পড়ুন