আমি যে দেখেছি সেই দেশ
আমি যে দেখেছি সেই দেশ, উজ্জ্বল সূর্য-রঙিন আমি যে দেখেছি ‘শত ফুল বাগিচায়’ ‘পূবালী বাতাসে’ কী সুবাস ছড়ায় ভ্রমরের গুঞ্জনে শুনেছি প্রচার ‘বিষাক্ত আগাছা’ হয়েছে বিলীন। উজ্জ্বল সূর্য-রঙিন॥ আমি যে দেখেছি আহা রূপালী নদী ‘আনসানে’ ‘উহানে’ বয় নিরবধি ফারনেসে ফারনেসে ইস্পাতি মন নতুন প্রাচীর গড়ে অজেয় কঠিন! উজ্জ্বল সূর্য-রঙিন॥ দেখেছি অশ্রুমতি হোয়াংহোর … Read more