নিটোল পায়ে রিনিক ঝিনিক পায়েলখানি বাজে, মাদল বাজে সেই সংকেতে
নিটোল পায়ে রিনিক ঝিনিক; পায়েলখানি বাজে, মাদল বাজে সেই সংকেতে, শ্যামা মেয়ে নাচে, পাগলপারা চাঁদের আলো, নাচের তালে মেশে, নিটোল পায়ে রিনিক ঝিনিক। চাঁদের আলোয় কালো কাকা, নাচের তালে দোলেরে আহা মরি, ঢলে ঢলে দোলে, যেন সাদা মেঘের কোলে, কালো তড়িৎ খেলেরে খেলে আরো পড়ুন