বর্ণনা: বাংলাদেশের ব্যাঙের তালিকায় মার্বেল কুনো ব্যাঙ বাংলাদেশের এক প্রজাতির ব্যাঙ। এই প্রজাতির ব্যাঙের দেহ মাঝারি ধরনের বড়; তুন্ডের শীর্ষ থেকে পায়ু পর্যন্ত দেহের দৈর্ঘ্য ৭৫ মিলিমিটার। মাথার দৈর্ঘ্যের চেয়ে প্রস্থ বেশি, মাথার খাঁজ অনুপস্থিত। তুণ্ড ভোঁতা এবং অবতল।
স্বভাব ও আবাসস্থল: এই প্রজাতির ব্যাঙ সমতলভূমি, তৃণভূমি, বনাঞ্চল, কৃষিজ জমি, স্বাদু পানি, গ্রাম অঞ্চলের বাগান, পুকুর এবং শহরে এবং মানুষের আবাসস্থলসহ সর্বত্র ব্যাপকভাবে বিস্তৃত।
বিস্তার: এই প্রজাতির ব্যাঙ এদেরকে এশিয়ার ইরান, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, নেপাল, বাংলাদেশ অতিক্রম করে ভারতীয় পেনিনসুলার সমভূমি থেকে ১৮০০ মিটার উচ্চতায় পাওয়া যায়। এটি বিশেষভাবে ভারতীয় উপত্যকায় দেখা যায়।
অবস্থান: এই প্রজাতির ব্যাঙ বাংলাদেশে কদাচিৎ পাওয়া যায়। এদেরকে আইইউসিএন ন্যুনতম বিপদগ্রস্ত প্রজাতি হিসেবে ঘোষণা করেছে।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।