মার্বেল কুনো ব্যাঙ বাংলাদেশের ন্যুনতম বিপদগ্রস্ত এবং এশিয়ার ব্যাঙের প্রজাতি

ব্যাঙের প্রজাতি

মার্বেল কুনো ব্যাঙ

বাংলা নাম: মার্বেল কুনো ব্যাঙ, ইংরেজি নাম: Indian marbled toad, Assam toad, Indus Valley toad, বা marbled toad, বৈজ্ঞানিক নাম/Scientific Name: Bufo stomaticus,
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Animalia, বিভাগ/Phylum: Chordata, শ্রেণী/Class: Amphibia, বর্গ/Order: Anura, পরিবার/Family:Bufonidae, গণ/Genus: Bufo, প্রজাতি/Species Name: Bufo stomaticus, Lütken, 1864

বর্ণনা: বাংলাদেশের ব্যাঙের তালিকায় মার্বেল কুনো ব্যাঙ বাংলাদেশের এক প্রজাতির ব্যাঙ। এই প্রজাতির ব্যাঙের দেহ মাঝারি ধরনের বড়; তুন্ডের শীর্ষ থেকে পায়ু পর্যন্ত দেহের দৈর্ঘ্য ৭৫ মিলিমিটার। মাথার দৈর্ঘ্যের চেয়ে প্রস্থ বেশি, মাথার খাঁজ অনুপস্থিত। তুণ্ড ভোঁতা এবং অবতল।

স্বভাব ও আবাসস্থল: এই প্রজাতির ব্যাঙ সমতলভূমি, তৃণভূমি, বনাঞ্চল, কৃষিজ জমি, স্বাদু পানি, গ্রাম অঞ্চলের বাগান, পুকুর এবং শহরে এবং মানুষের আবাসস্থলসহ সর্বত্র ব্যাপকভাবে বিস্তৃত।

বিস্তার: এই প্রজাতির ব্যাঙ এদেরকে এশিয়ার ইরান, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, নেপাল, বাংলাদেশ অতিক্রম করে ভারতীয় পেনিনসুলার সমভূমি থেকে ১৮০০ মিটার উচ্চতায় পাওয়া যায়। এটি বিশেষভাবে ভারতীয় উপত্যকায় দেখা যায়।

অবস্থান: এই প্রজাতির ব্যাঙ বাংলাদেশে কদাচিৎ পাওয়া যায়। এদেরকে আইইউসিএন ন্যুনতম বিপদগ্রস্ত প্রজাতি হিসেবে ঘোষণা করেছে।

Leave a Comment

error: Content is protected !!