বিবরণ: বাংলাদেশের ব্যাঙের তালিকায় সরুমুখো বামন ব্যাঙানু বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র ব্যাঙ। বাউলেন্জার ১৮৯০ সালে এর আকার মাত্র ২০ মিলিমিটার বা দুই সেন্টিমিটার বলে উল্লেখ করেন। তবে ইন্টারনেটে পাওয়া তথ্যে বলা হয়েছে, এর দৈর্ঘ্য ২৩ থেকে ৩৩ মিলিমিটার বা এক ইঞ্চির কমবেশি।[১]
বিস্তৃতি: ভারতীয় বিজ্ঞানী পিল্লেই ১৯৭৭ সালে আন্দামান দ্বীপপুঞ্জ থেকে সংগৃহীত একটি নমুনাকে সনাক্ত করেন যা পরে এ প্রজাতির বলে গবেষকেরা জানাচ্ছেন।[১] এই প্রজাতি ভারতের আন্দামান দ্বীপপুঞ্জ, চীনের দক্ষিণ ইয়ুনানের মেংলা, থাইল্যান্ডে, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং মালয়েশিয়ার দ্বীপ যেমন ফুকেট (ফ্রেথ 1977)-এ পাওয়া যায়। এটা মায়ানমার থেকে রেকর্ড করা হয় নি কিন্তু এটি সম্ভবত মায়ানমারের পূর্ব ও দক্ষিণ অংশে দেখা যায়। এটা সিঙ্গাপুর থেকে পাওয়া যায়নি। সম্প্রতি এটি লাহাট, দক্ষিণ সুমাত্রা, ইন্দোনেশিয়া (Mumpuni pers. comm.) থেকে পুনরায় দেখা গেছে।[২] জুন-জুলাই ২০১৪-তে লাউয়াছড়ায় পাওয়া একটি ব্যাঙকে বিজ্ঞানী রেজা খান এই প্রজাতির বলে চিহ্নিত করেছেন।[১]
আবাসস্থল: এটা সাধারণত বন প্রান্তে এবং অন্যান্য গতিশীল অবস্থায় পাওয়া যায়, তবে এটি কদাচিৎ কৃষি বা আবাসিক এলাকাসমূহে থাকে। এটি ক্ষুদ্র অস্থায়ী বৃষ্টির পুলের মধ্যে জন্ম নেয় এবং এটি একটি সুবিধাভোগী, দারুণ জন্মদানকারী।[২]
তথ্যসূত্র:
১. রেজা খান, দৈনিক প্রথম আলো, “দেশের ক্ষুদ্রতম ব্যাঙের সন্ধান”, ০৪ জুলাই ২০১৪, সম্পাদক ও প্রকাশক: মতিউর রহমান, http://www.prothomalo.com/we-are/article/258016
২. van Dijk, P.P., Jarujin Nabhitabhata, Datong, Y., Shunqing, L. & Dutta, S. 2004. Micryletta inornata. 2006 IUCN Red List of Threatened Species. সংগৃহীত ১৭ জুন, ২০১৮.
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।