বেশ কিছুদিন ধরেই বেড়া উপজেলার বড়শীলা বিলে অতিথি পাখি শিকার হচ্ছে মর্মে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছিল। গত ৩ ডিসেম্বর ২০১৮ দৈনিক প্রতিদিনের সাংবাদিক জনাব মোঃ আরিফুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা জেলার বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এক অভিযান চালান।
অভিযানে উপজেলা নির্বাহী অফিসার জনাব আসিফ আনাম সিদ্দিকী সন্ধ্যা ৫ঃ৩০ মিনিটে পাবনা জেলার বেড়া পৌরসভার অন্তঃর্গত বড়শীলা বিল হতে মোঃ তারা মিয়া এবং মোঃ তাজেল কে ৫ (পাঁচ) টি বন্য কানি বক পাখিসহ হাতেনাতে ধরেন।
শিকারিদের সাথে বক শিকারে ব্যবহৃত বাশের তৈরি ফাঁদগুলো জব্দ করা হয়। বন্যপ্রাণী (বক) শিকারী মোঃ তারা মিয়া এবং মোঃ তাজেল কে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর বিধান অনুসারে ১ (এক) মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পাখিগুলো পরদিন সকালে অবমুক্ত করা হবে বলে বেড়া উপজেলা প্রশাসনের ফেসবুক পেইজ থেকে জানানো হয়।