বাংলাদেশের পাখির পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে সাত শতাধিক প্রজাতির নামের তালিকা

বাংলাদেশের পাখির পূর্ণাঙ্গ তালিকা (ইংরেজি: Checklist of the birds of Bangladesh) হচ্ছে প্রায় ৭৯০ প্রজাতির পাখির নামের তালিকা। গত ২০০ বছরে বাংলাদেশে প্রায় ৭ শতাধিক পাখির প্রজাতি দেখা গেছে একথা দ্বিধাহীনভাবে বলা যায়।

পাখির এলাকাকে পাখি বিশেষজ্ঞগণ যে ছয়টি ভাগে ভাগ করেছেন, সেটি স্তন্যপায়ী ও সরীসৃপদের ক্ষেত্রেও প্রযোজ্য বলে গবেষকগণ গ্রহণ করেছেন। ভারতীয় উপমহাদেশ প্রাচ্য এলাকার অন্তর্গত। এই প্রাচ্য অঞ্চল আবার দুভাগে বিভক্ত: চীন-হিমালয়ান এবং ইন্দো-মালয়ান। বাংলাদেশ এই দুই উপবিভাগের মাঝখানে অবস্থিত। যমুনা নদী হচ্ছে এই দুই ভাগের সীমানারেখা।  

যদিও বাংলাদেশ এই দুই উপবিভাগের মাঝখানে পড়েছে, এই কারণেই বাংলাদেশ বন্যপ্রাণ বা জীববৈচিত্র্য এবং প্রাণসম্পদে খুব সমৃদ্ধ। বাংলাদেশ যদিও দেশ হিসেবে খুব ছোট, কিন্তু বাংলাদেশের বন্যপ্রাণীর তালিকাটি চমকে দেবার মতো। এদেশ পাখির দিক দিয়েও অনেক উন্নত। এদেশে যত প্রজাতির পাখি দেখা যায় তা কানাডার প্রায় সমান। বাংলাদেশে পাখির সর্বমোট ৭৯০টি প্রজাতির কথা বিভিন্ন সূত্রে জানা যায়।

বাংলাদেশের পাখি নিয়ে অনেক গবেষণা হয়েছে; এবং ভবিষ্যতে হবে। বাংলাদেশে প্রাপ্ত পাখির তালিকা থেকে এখানে ৬৯৬টির তালিকা নিচে প্রদান করা হলো।এখানে এই তালিকাটি প্রদান করা হয়েছে শুধুমাত্র পাখিপ্রেমি, পাখি সংরক্ষণকারি, পাখিগবেষক ও ছাত্রছাত্রিদের ব্যবহারের জন্য।

বাংলাদেশের পাখির একটি তালিকা প্রাণকাকলি ব্লগে ১৭ সেপ্টেম্বর, ২০১২ তারিখে প্রকাশ করা হয়। আমি দীর্ঘদিন পরিশ্রম করে পাখিরক্ষার তাগিদ থেকে সেই তালিকাটি টাইপ করি। পাখিদের শিকারি ও ব্যবসায়ীদের হাত থেকে রক্ষার জন্য আমি সেই তালিকাটি বিভিন্নভাবে প্রচার করি যাতে সব ধরনের মানুষ সহজে পাখিগুলোকে চিনতে পারে। এখানে সাম্প্রতিক হালনাগাদকৃত অন্য একটি তালিকা প্রকাশ করা হলো। আমি বিশেষভাবে এই তালিকার জন্য ধন্যবাদ দিচ্ছি পাখি গবেষক ড. আলী রেজা খানকে, যিনি তাঁর বই Wildlife of Bangladesh-A Cheklist [From Amphibia to Mammalia] with Bengali Names-তে একটি পাখির তালিকা দিয়েছিলেন।  এই তালিকাটির লিংক আপনারা অন্যত্র দিতে পারবেন কিন্তু কোনোভাবেই অন্য কোনো ব্লগ বা ওয়েবে দয়া করে কাট-পেস্ট করবেন না।

এই তালিকাটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ এবং পাখি গবেষক ড. আলী রেজা খানের পুস্তক অনুসরণে করা হয়েছে। নামের ক্ষেত্রে আমি শ্রুতিমধুরতা, পরিচিতি এবং উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষকে অনুসরণ করেছি। ২০১০ সালে প্রকাশিত বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জ্ঞানকোষে ৬৫০টি পাখির প্রজাতির তালিকা ছিল। সেই হিসেবে এখানে অতিরিক্ত ৪৬টি প্রজাতি অন্তর্ভুক্ত হয়েছে, এবং ভবিষ্যতে তালিকা হালনাগাদ করার কাজ চলতেই থাকবে।

পাখি হচ্ছে পালক ও পাখাবিশিষ্ট দ্বিপদী প্রাণী, যারা উড়তে পারে এবং কিছু প্রজাতি উড়তে পারে না। স্তন্যপায়ী, সরীসৃপ, উভচর এবং মাছেদের মতো পাখিরাও মেরুদণ্ডী প্রাণী। আধুনিক যুগের পাখিদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে- পালক, দন্তবিহীন চঞ্চু, শক্ত খোলকবিশিষ্ট ডিম যার সাহায্যে এরা এদের বংশধর রেখে যায়, চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, উচ্চ কোষীয় জৈব-রাসায়নিক হার, হালকা কিন্তু মজবুত হাড় ইত্যাদি।

বাংলাদেশের পাখির একটি পূর্ণাঙ্গ তালিকা

বাংলাদেশের পাখির পূর্ণাঙ্গ তালিকায় এখানে ৬৯৬টি প্রজাতিকে অন্তর্ভুক্ত করা হলো। এখানে আমরা পাখির ক্রমিক নম্বর, বাংলা নাম, সাধারণ ইংরেজি নাম, দ্বিপদ বা বৈজ্ঞানিক নাম এবং কিছু কিছু ক্ষেত্রে ছোট দুচার শব্দের মন্তব্য দেয়া হয়েছে। আপনারা পড়ার সময় নিম্নে উল্লেখিত Pages 1-2-3 -তে ক্লিক করলে মোট ৬৯৬টি প্রজাতির পাখির নামই পাবেন। এছাড়াও বাংলা নামে ক্লিক করলে সেই প্রজাতিটির পাখীটির ছবিসহ বিস্তারিত বিবরণ পড়তে পারবেন। আপনাদের সহযোগিতা ও মন্তব্য কাম্য। আসুন, পাখি বাঁচাই, বাংলাদেশ বাঁচাই।

বর্গ: Galliformes includes a diverse group of ground-dwelling birds ranging from small quail to Green Peafowl, popularly known as game or hunting birds.
Family: Phasianidae: all quails, partridges, pheasants and peafowls.

০১. ধলাগাল বাতাই বা সাদাচিবুক তিতির, White-cheeked Hill Partridge, Arboraphila atrogularis.
০২. লালগলা বাতাই বা পাহাড়ি তিতির, Rufous-throated Hill Partridge, Arboraphila rufogularis.
০৩. বাঁশবনের তিতির, Mountain Bamboo-Partridge, Bambusicola fytchii.
০৪. রাজ বটেরা বা নীলাভবুক তিতির, Blue-breasted Quail, Coturnix chinensis.
০৫. বৃষ্টি বটেরা, Black-breasted Quail, Coturnix coromandelica.
০৬. পাতি বটেরা, Common Quail, Coturnix coturnix.
০৭. কালো তিতির বা শেখ ফরিদ, Black Francolin, Francolinus francolinus.
০৮. জলার তিতির, Swamp Francolin, Francolinus gularis.
০৯. ধূসর বা মেটে তিতির, Grey Francolin, Francolinus pondicerianus.
১০. রঙ্গিলা মোরগ, Painted Spurfowl, Galloperdix lunulata. Data Deficient in Bangladesh.
১১. বন মোরগ বা বন মুরগি, Red Junglefowl, Gallus gallus.
১২. কালো মথুরা বা কালো ময়ূর, Kalij Pheasant, Lophura leucomelanos.
১৩. দেশি ময়ূর, Indian Peafowl/Common Peafowl, Pavo cristatus. Extinct in nature of Bangladesh.
১৪. সবুজ বা বর্মী ময়ূর, Green Peafowl/ Burmese Peafowl, Pavo muticus, Extinct in nature of Bangladesh.
১৫. কালো গুন্দ্রী, Manipur Bush-Quail, Perdicula manipurensis, Data Deficient in Bangladesh.
১৬. মেটে কাট ময়ূর বা কাটমৌর, Grey Peacock-Pheasant, Polyplectron bicalcaratum.

বর্গ-Anseriformes
Dendrocygnidae [Anatidae: Dendrocygninae]: Whistling Teals or Tree Ducks

১৭. বড় শরালী বা রাজ সরালি, Fulvous Whistling-duck/ Large Whistling Teal, Dendrocygna bicolour

১৮. পাতি শরালী বা গেছো হাঁস, Lesser Whistling-duck, Dendrocygna javanica

Anatidae: Ducks, teals, pochards and geese

১৯. সুন্দরী বা মান্দারিন হাঁস, Mandarin, Aix galericulata

২০. উত্তুরে লেনজা হাঁস, Northern Pintail/Pintail, Anas acuta

২১. উত্তুরে খুন্তেহাঁস বা পান্তামুখি, Northern Shoveler/Shoveler, Anas clypeata

২২. পাতারি হাঁস, Common Teal, Anas crecca

২৩. শিখাযুক্ত হাঁস, Falcated Duck, Anas falcata

২৪. বৈকাল তিলিহাঁস, Baikal Teal, Anas formosa

২৫. ইউরেশীয় সিঁথিহাঁস বা লালশির, Eurasian Wigeon, Anas penelope

২৬. নীলশির, Mallard, Anas platyrhynchos

২৭. পাতি হাঁস, Spot-billed Duck, Anas poecilorhyncha

২৮. জিরিয়া হাঁস, Garganey/Blue-winged Teal, Anas querquedula

২৯. পিয়ং হাঁস, Gadwall,  Anas strepera

৩০. বড় ধলাকপাল রাজহাঁস, Greater White-fronted Goose,  Anser albifrons

৩১. মেটে বা ধূসর রাজহাঁস, Greylag Goose,  Anser anser

৩২. দাগি রাজহাঁস, Bar-headed Goose, Anser indicus

৩৩. বাদি হাঁস, White-winged Wood Duck,  Asarcornis scutulata. সম্ভবত বাংলাদেশ থেকে বিলুপ্ত.

৩৪. বড় ভূঁতি হাঁস, Baer’s Pochard, Aythya baeri

৩৫. বামুনিয়া হাঁস, Common Pochard, Aythya ferina

৩৬. কালো হাঁস, Tufted Duck, Aythya fuligula

৩৭. বড় স্কপ, Greater Scaup/Scaup Duck, Aythya marila

৩৮. মরচেরঙ ভুতিহাঁস, Ferruginous Pochard/White-eyed Pochard, Aythya nyroca

৩৯. ফোঁটাওয়ালা হাঁস, Marbled Duck/Marbled Teal, Marmaronetta angustirostris

৪০. সাদা হাঁস, Smew, Mergellus albellus

৪১. সরু-ঠোঁট ডুবুরি হাঁস, Common Merganser, Mergus merganser

৪২. লাল-বুক ডুবুরি হাঁস, Red-breasted Merganser, Mergus serrator, Data Deficient in Bangladesh

আরো পড়ুন:  বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকা

৪৩. রাঙ্গামুড়ি, Red-crested Pochard, Netta rufina

৪৪. বালি হাঁস বা বেলে হাঁস, Cotton Pygmy-goose, Nettapus coromandelianus

৪৫. গোলাপিশির হাঁস, Pink-headed Duck, Rhodonessa caryophyllacea Globally Said to be extinct during the 1950s.

৪৬. নাকতা বা বোঁচা হাঁস, Comb Duck, Sarkidiornis melanotos

৪৭. খয়রা চকাচকি, Ruddy Shelduck/ Brahminy Duck, Tadorna ferruginea

৪৮. পাতি চকাচকি, Common Shelduck, Tadorna tadorna

বর্গ-Turniciformes
[Gruiformes]
Turnicidae: Button Quails unrelated to common Quails, small, drab, running birds, which avoid flying, polyandrous meaning females solicits more than one male partner in a season.

৪৯. সাধারণ লাওয়া, Barred Buttonquail/Common Bustardquail, Turnix suscitator

৫০. ছোট লাওয়া, Small Buttonquail/Little Bustardquail, Turnix sylvaticus

৫১. হলুদ-পা লাওয়া, Yellow-legged Buttonquail/Buttonquail, Turnix tanki

বর্গ-Piciformes
Picidae: all woodpeckers with zygodactyls feet, long, stiff, pointed tails, tree-dweller excepting wryneck that is basically a ground-dweller and migratory.

৫২. লালমাথা কাঠঠোকরা, Redheaded Bay Woodpecker/ Bay Woodpecker, Blythipicus pyrrhotis pyrrhotis

৫৩. সাদাঘাড়-কালোপিঠ কাঠঠোকরা, Indian Black-backed Woodpecker, Chrysocolaptes festivus

৫৪. বৃহদাকার সোনালিপিঠ কাঠঠোকরা, Eastern Larger Golden backed Woodpecker, Chrysocolaptes lucidus

৫৫. ডোরাবুক পাকড়া কাঠঠোকরা, Stripe-breasted Pied Woodpecker, Dendrocopos atratus

৫৬. ধূসরমাথা বামন কাঠঠোকরা, Burmese Grey-crowned Pygmy Woodpecker, Dendrocopos canicapillus canicapillus

৫৭. লালবুক কাঠঠোকরা, Eastern Rufous-bellied Woodpecker, Dendrocopos hyperythrus

৫৮. পাকড়া কাঠঠোকরা, Indian Fulvous-breasted Pied Woodpecker, Dendrocopos macei macei

৫৯. হলুদ কপালযুক্ত পাকড়া কাঠঠোকরা, Yellow-fronted Pied Woodpecker, Dendrocopos mahrattensis mahrattensis

৬০. বন কাঠঠোকরা, Northern Brown-crowned Pygmy Woodpecker, Dendrocopos moluccensis nanus

৬১. কাঠঠোকরা, Northern Golden-backed Woodpecker, Dinopium benghalense benghalense

৬২. বর্মী কাঠঠোকরা, Burmese Golden-backed Threetoed Woodpecker, Dinopium javanense intermedium

৬৩. হিমালয়ী কাঠঠোকরা, Himalayan Golden-backed Threetoed Woodpecker, Dinopium shorii shorii

৬৪. হাল্কারঙের কাঠঠোকরা, Pale-headed Woodpecker, Gecinulus grantia grantia

৬৫. হৃদপিণ্ড-ফোঁটাযুক্ত কাঠঠোকরা, Heart-spotted Woodpecker, Hemicircus canente

৬৬. মেঠো কাঠঠোকরা, Eurasian Wryneck, Jynx torquilla chinensis

৬৭. লালচে কাঠঠোকরা, Eastern Rufous Woodpecker, Micropternus brachyurus, genus restricted to South America.

৬৮. বৃহৎ কাঠঠোকরা, Assam Great Slatyheaded Woodpecker, Mulleripicus pulverulentus

৬৯. ধূসরাভ-মুখ সবুজ-হলুদ কাঠঠোকরা, Grey-faced Woodpecker, Picus canus.

৭০. হলুদ-ঘাড়ওয়ালা কাঠঠোকরা, East Himalayan Small Yellow-naped Wood-pecker, Picus chlorolophus chlorolophus.

৭১. হলুদ-গলা কাঠঠোকরা, Eastern Large Yellownaped Woodpecker, Picus flavinucha flavinucha.

৭২. সবুজ-ডোরা কাঠঠোকরা, Streak-throated Woodpecker, Picus xanthopygaeus.

৭৩. ক্ষুদে কাঠঠোকরা, Southern Speckled Piculet, Picumnus innominatus malayorum.

৭৪. লাল ক্ষুদে কাঠঠোকরা, White-browed Piculet/ Burmese Rufous Piculet, Sasia ochracea reichenowi.

Megalaimidae [Capitonidae : Megalaiminae] : heavy-billed, frugivorous green and blue birds; [Brown-headed Barbet is Megalaima zeylanica considered to be endemic in India and Sri Lanka. So its presence in the country is doubtful.]

৭৫. বড় বসন্ত বাওড়ি (বাউরি, বৌরী), Blue-throated Barbet, Megalaima asiatica asiatica

৭৬. সবুজাভ বসন্ত বাওড়ি, Indian Blue-eared Barbet, Megalaima australis cyanotis

৭৭. সোনালিগলা বসন্ত বাওড়ি, Golden-throated Barbet, Megalaima franklinii franklinii

৭৮. ছোট বসন্ত বাওড়ি বা ভগীরথ, Crimson-breasted Barbet, Megaliama haemacephala indica

৭৯. গোরখুদ বা বেঘবৌ, Lineated Barbet, Megalaima lineata hodgsoni

৮০. বৃহৎ বসন্ত বাওড়ি, Assam Great Barbet, Megalaima virens magnifica

৮১. বাদামি-মাথা বাওরি, Brown-headed Barbet, Megalaima zeylanica. endemic in India and Sri Lanka

বর্গ-Bucerotiformes [Coraciiformes]: Large bird with large and decorated bill and long tail.

Bucerotidae : Hornbills

৮২. লালচে-ঘাড় ধনেশ, Rufous-necked Hornbill, Aceros nipalensis.

৮৩. কাউ ধনেশ বা পাকড়া ধনেশ, Oriental/Indian Pied Hornbill, Anthracoceros albirostris.

৮৪. রাজ ধনেশ, Great Pied Hornbill, Buceros bicornis homrai.

৮৫.  পুটিয়াল ধনেশ, Indian Grey Hornbill, Ocyceros birostris.

৮৬. খাঁজকাটা ঠোঁট ধনেশ, Wreathed Hornbill, Rhyticeros undulatus ticehursti.

বর্গ-Upupiformes [Coraciiformes]
Upupidae : colourful, ground-dwelling myna-sized, crested bird, ants and worms eaters, long and slender billed.

৮৭. হুদহুদ, সুলেয়মান পাখি, হুদুদ্দু, Burmese Hoopoe/ Eurasian Hoopoe, Upupa epops.

বর্গ-Trogoniformes
Trogonidae: possibly the most colourful deep forest dwelling, koel-sized birds where male and female have completely different plumages.

৮৮. লাল ট্রগন, Bangladeshi Trogon, Harpactes erythrocephalus erythrocephalus.

বর্গ-Coraciiformes

Coraciidae: colourful country-side, forest edge preferring birds, 1 being restricted to deep forest.

৮৯ক. বাংলা নীলকণ্ঠ, Bengal or Black-billed Roller, Coracias benghalensis affinis.

৮৯খ. পাহাড়ি নীলকণ্ঠ, Burmese Roller/Indian Roller, Coracias benghalensis benghalensis.

৯০. পাহাড়ি নীলকণ্ঠ, Dollarbird/Broad-billed Roller, Eurystomus orientalis cyanicollis.

Alcedinidae: kingfishers have prolonged, straight, stout, pointed bill, dumpy body and tail shorter than bill in Alcedo and Ceyx.

৯১. ছোট মাছরাঙা, Bengal Small Blue Kingfisher, Alcedo atthis bengalensis.

৯২. ব্লাইথের ছোট মাছরাঙ্গা, Blyth’s Great Blue Kingfisher, Alcedo hercules.

৯৩. নিলাভকান ছোট মাছরাঙ্গা, Blue-eared Kingfisher, Alcedo meninting coltarti.

৯৪. বুনো মাছরাঙ্গা, Black-backed Kingfisher, Ceyx erithaca erithaca.

Dacelonidae [Alcedinidae]: tail longer than bill, bill not compressed, culmen rounded and not grooved in Halcyon and Todirhamphus, bill compressed, culmen flattened and grooved on either side in Pelargopsis.

৯৫. লাল মাছরাঙ্গা, Indian Ruddy Kingfisher/Ruddy Kingfisher, Halcyon coromandra coromandra

৯৬. কালোটুপি মাছরাঙ্গা, Black-capped Kingfisher, Halcyon pileata.

৯৭. মাছরাঙ্গা, Eastern White-breasted Kingfisher, Halcyon smyrnensis perpulchra.

৯৮. বাদামি মাছরাঙ্গা, Brown winged Stork-billed Kingfisher, Pelargopsis amauropterus.

৯৯. মেঘ হও বা গুরিয়াল, Stork-billed Kingfisher, Pelargopsis capensis capensis.

১০০. সবুজাভ মাছরাঙ্গা, White-collared Kingfisher, Todirhamphus chloris humii.

Cerylidae [Alcedinidae]: bill equal or shorter than tail, pied body.

১০১. পাকড়া মাছরাঙ্গা, East Himalayan Pied Kingfisher, Ceryle rudis leucomelanura.

১০২. ফোঁটকা মাছরাঙ্গা, Pied Kingfisher, Megaceryle lugubris guttulata.

Meropidae: long, slender, down curved bill, basically green in colour, a few with rufous and blue, bulbul-myna sized, earth bank tunnel nester.

১০৩. পাটকিলেমাথা সুইচোরা, Chestnut-headed Bee-eater, Merops leschenaulti leschenaulti.

১০৪. সুইচোরা বা বাঁশপাতি, Indian Small Green Bee-eater, Merops orientalis orientalis.

১০৫. নীল-লেজ সুইচোরা, Blue-tailed Bee-eater, Merops philippinus philippinus.

১০৬. বড় সুইচোরা বা পাহাড়ি সুইচোরা, Blue-bearded Bee-eater, Nyctyornis athertoni athertoni.

বর্গ-Cuculiformes : members have Ist and 4th toes backwardly directed making them zygodactyls, most are brood parasite, do not build nest but lay eggs in nests of other birds, e.g. crows, mynas, babblers, drongos, etc., so they are called brood parasites.
Cuculidae: almost all are brood parasitic, not building nest on their own, laying eggs in nests build by other birds.

আরো পড়ুন:  Diversity of the numerous Fruit Plants of Bangladesh

১০৭. পাপিয়া বা সরগম, Rufous- bellied Plaintive Cuckoo, Cacomantis merulinus.

১০৮. ধূসর কোকিল, Grey-bellied Cuckoo/ Indian Plaintive Cuckoo, Cacomantis passerinus.

১০৯. বাদামি কোকিল, Banded Bay Cuckoo, Cacomantis sonneratii sonneratii.

১১০. পান্না কোকিল বা সবুজাভ কোকিল, Asian Emerald Cuckoo, Chrysococcyx maculatus.

১১১. বেগুনি কোকিল, Violet Cuckoo, Chrysococcyx xanthorhynchus xanthorhynchus.

১১২. লালপাখা কোকিল, Red-winged Crested Cuckoo, Clamator coromandus.

১১৩. চাতক, Pied Crested Cuckoo, Clamator jacobinus serratus.

১১৪. গায়ক কোকিল, Common Cuckoo/Eurasian Cuckoo, Cuculus canorus.

১১৫. বউ কথাকও পাখি, Indian Cuckoo, Cuculus micropterus micropterus.

১১৬. ছোট কোকিল, Lesser Cuckoo/Small Cuckoo, Cuculus poliocephalus.

১১৭. হিমালয়ের কোকিল, Himalayan Cuckoo, Cuculus saturatus saturatus.

১১৮. কোকিল বা কুলি, Asian Koel/Asian Cuckoo, Eudynamys scolopaceus scolopaceus.

১১৯. হজসনের কোকিল, Hodgson’s Hawk Cuckoo, Hierococcyx fugax.

১২০. বড় চোখগেলো পাখি, Large Hawk Cuckoo, Hierococcyx sparverioides.

১২১. চোখগেলো পাখি, Common Hawk-cuckoo, Hierococcyx varius varius.

১২২. সবুজ কোকিল বা বন কোকিল, Large Green-billed Malkoha, Phaenicophaeus tristis tristis.

১২৩. ফিঙ্গে কুলি, Indian Drongo Cuckoo, Surniculus lugubris dicruroides.

১২৪. বাদামি কোকিল, Sirkeer Malkoha/ Sirkeer Cuckoo, Taccocua leschenaultii infuscata.

Centropodidae [Cuculidae]: cuckoo-like, but usually ground-dwelling, bulkier, brownish or blackish.

১২৫. কুক্কা, Bengal Coucal / Lesser Coucal, Centropus bengalensis.

১২৬. কানাকোকা বা কানাকুয়া, Greater Coucal/ Coucal, Centropus sinensis intermedius.

বর্গ: Psittaciformes: very strong, short, hooked bill, thick and muscular tongue, greenish body, unusually long tail barring Loriculus, zygodactyls feet
Psittacidae: parakeets and lorikeet.

১২৭. লটকন বা লেজকাটা টিয়া, Vernal Hanging Parrot/Indian Lorikeet, Loriculus vernalis.

১২৮. তোতা, Indian Red-breasted Parakeet, Psittacula alexandri fasciata.

১২৯. আলুবোখারা-মাথা টিয়া, Plum-headed Parakeet, Psittacula cyanocephala.

১৩০. বড় টিয়া, Large Indian Parakeet/Alexandrine Parakeet, Psittacula eupatria nipalensis.

১৩১. কালোমাথা টিয়া, Eastern Slaty-headed Parakeet, Psittacula finschii.

১৩২. টিয়া,  Northern Rose-ringed Parakeet, Psittacula krameri borealis.

১৩৩ক. লালমাথা টিয়া বা হীরামন, Assam Blossom-headed Parakeet, Psittacula roseata roseata.

১৩৩খ. লালমাথা টিয়া বা হীরামন, Arakan Blossom-headed Parakeet, Psittacula roseata juneae.

বর্গ:Apodiformes
Apodidae: swifts and swiftlets.

১৩৪. ক্ষুদে আবাবিল, Little Swift, Apus affinis.

১৩৫. আবাবিল, House Swift, Apus nipalensis.

১৩৬. পার্বত্য আবাবিল, Himalayan White-rumped Swift, Apus pacificus leuconyx.

১৩৭. হিমালয়ের আবাবিল, Himalayan Swiftlet, Collocalia brevirostris brevirostris.

১৩৮. নাককাটি, তাল চড়াই বা বাতাসি, Eastern Palm Swift, Cypsiurus balasiensis infumatus.

১৩৯. সাদাগলা সুচলেজ আবাবিল, White-throated Spinetail Swift, Hirundapus caudacutus.

১৪০. রুপালিপিঠ সুচলেজ আবাবিল, White-vented Spinetail Swift, Hirundapus cochinchinensis.

১৪১. বাদামিপিঠ সুচলেজ আবাবিল, Broad-throated Spinetail Swift, Hirundapus giganteus indicus.

১৪২. পাহাড়ি আবাবিল, Alpine Swift, Tachymarptis melba nubifugus.

১৪৩. ছোট পাহাড়ি আবাবিল, White-rumped Spinetail Swift, Zoonavena sylvatica.

Hemiprocnidae [Apodidae] : Tree Swift

১৪৪. খোপাযুক্ত আবাবিল, Grey-rumped Treeswift, Hemiprocne coronata. considered subspecies of Hemiprocne longipennis

বর্গ: Strigiformes: all nocturnal birds of prey, commonly known as owls.
Tytonidae [Strigidae]: facial disc large and well-developed and forwardly placed giving them nearly binocular-vision, bill much weaker than other owls of similar sizes.

১৪৫. পাহাড়ি পেঁচা, Oriental Bay-Owl/Sikkim Bay Owl, Phodilus badius saturatus. Data Deficient in Bangladesh

১৪৬. লক্ষী পেঁচা, Barn Owl, Tyto alba stertens.

১৪৭. ঘাসবনের পেঁচা, Asian/Australasian/Eastern Grass-Owl, Tyto longimembris. Data Deficient in Bangladesh

Strigidae: typical owls, includes both smallest and the largest species

১৪৮. ভ্রমণকারী পেঁচা, Short-eared Owl, Asio flammeus.

১৪৯. খোঁড়লে পেঁচা বা কোটরে পেঁচা, Northern Spotted Owlet, Athene brama indica.

১৫০. হুতুম পেঁচা, Bengal/Indian Great Horned or Eagle-Owl, Bubo bengalensis.

১৫১. ভূমা পেঁচা, Dusky Horned Owl/Dusky Eagle Owl, Bubo coromandus coromandus.

১৫২. বুনো ভূতম পেঁচা, Spot-bellied Eagle Owl, Bubo nipalensis nipalensis.

১৫৩. বামন কালিপেঁচা, Collared Pygmy Owlet, Glaucidium brodiei.

১৫৪. ডোরা কালিপেঁচা, Asian Barred Owlet, Glaucidium cuculoides.

১৫৫. ছোট কালিপেঁচা, Barred Jungle Owlet, Glaucidium radiatum radiatum.

১৫৬. খাকি ভূতম পেঁচা, Tawny Fish-Owl, Ketupa flavipes.

১৫৭. হলদে-বাদামি ভূতম পেঁচা, Buffy Fish-owl, Ketupa ketupu.

১৫৮. ভূতম পেঁচা, Brown Fish-Owl, Ketupa zeylonensis leschenaultii.

১৫৯. কূপোখ বা কাল পেঁচা, Burmese Brown Hawk-Owl, Ninox scutulata burmanica.

১৬০. বন্ধনীযুক্ত নিমপোখ, Burmese Scops Owl, Otus lettia.

১৬১. লালচে নিমপোখ, Eastern Spotted Owl/Mountain Scops Owl, Otus spilocephalus.

১৬২. কালোদাগওয়ালা নিমপোখ, North Indian Scops Owl/Eurasian Scops Owl, Otus sunia.

১৬৩. বনের বড় পেঁচা, Brown Wood Owl, Strix leptogrammica indranee.

Batrachostomidae [Caprimulgiformes: Podargidae] : short bill very wide at base, nocturnal.

১৬৪. ভেকঠোঁটি রাতচরা, Hodgson’s Frogmouth, Batrachostomus hodgsoni hodgsoni.

Caprimulgidae: short, weak, flexible beak, gape large, nocturnal, catches insects on wings.

১৬৫. ঘাসবনের রাতচরা, Franklin’s Nightjar/Savanna Nightjar, Caprimulgus affinis monticola.

১৬৬. ছোট রাতচরা, Indian Little Nightjar, Caprimulgus asiaticus asiaticus.

১৬৭. দিনকানা, Himalayan Jungle Nightjar/ Grey Nightjar, Caprimulgus jotaka.

১৬৮. ল্যাঞ্জা রাতচরা, Burmese Longtailed Nightjar, Caprimulgus macrurus bimaculatus.

১৬৯. বৃহত্তম রাতচরা, Great Eared Nightjar, Eurostopodus macrotis.

বর্গ: Columbiformes: plump birds with small rounded head and swollen base to the bill, frugivorous and granivorous.
Columbidae: doves, pigeons and fruit pigeons

১৭০. সবুজ ঘুঘু, Asian Emerald Dove, Chalcophaps indica indica.

১৭১. জালালি কবুতর, পায়রা বা কপোত, Blue Rock Pigeon, Columba livia intermedia.

১৭২. গোলাপি কবুতর, Pale-capped Pigeon/ Purple Wood Pigeon, Columba punicea.

১৭৩. ধূমকল, Northern Green Imperial Pigeon, Ducula aenea sylvatica.

১৭৪. ডুকল বা ধূম কল, Mountain Imperial Pigeon, Ducula badia.

আরো পড়ুন:  রাঙা মানিকজোড় বাংলাদেশের অনিয়মিত মহাবিপন্ন এবং বিশ্বে প্রায় বিপদগ্রস্ত পাখি

১৭৫. ডোরা ঘুঘু, Bar-tailed Cuckoo Dove, Macropygia unchall tusalia.

১৭৬. রাজ ঘুঘু বা ধবল ঘুঘু, Indian Ring Dove/Eurasian Collared Dove, Streptopelia decaocto decaocto.

১৭৭. রাম ঘুঘু, Rufous Turtle Dove/Oriental Turtle Dove, Streptopelia orientalis agricola.

১৭৮. লাল ঘুঘু বা জঙ্গলা ঘুঘু, Red Turtle Dove/Red Collared Dove, Streptopelia tranquebarica humilis.

১৭৯. তিলা ঘুঘু, Burmese Spotted Dove, Stigmatopelia chinensis tigrina. Genus replacement based on Cheke, 2005.

১৮০. ক্ষুদে ঘুঘু, Laughing Dove/Little Brown Dove, Stigmatopelia senegalensis cambayensis.

১৮১. হরিয়াল বা হরিকল, Pin-tailed Green Pigeon, Treron apicauda.

১৮২. কমলাবুক হরিয়াল বা হরিকল, Orange-breasted Green-Pigeon, Treron bicinctus bicinctus.

১৮৩. ঠোঁটমোটা হরিয়াল, Thick-billed Green-Pigeon, Treron curvirostra nipalensis.

১৮৪. বটকল বা হলুদপা হরিয়াল, Bengal/Yellow-footed Green-Pigeon, Treron phoenicopterus phoenicopterus.

১৮৫. ছোট হরিয়াল, Ashy-headed Green-Pigeon/ Pompadour Green –Pigeon, Treron pompadora.

১৮৬. চোখালেজ হরিয়াল, Wedge-tailed Green-Pigeon, Treron sphenurus sphenurus.

বর্গ: Gruiformes
Otididae- medium sized, medium, ground-dwelling grassland bird with three-toed feet.

১৮৭. বাংলা ডাহর, Bengal Florican, Houbaropsis bengalensis bengalensis, Extinct in Bangladesh

১৮৮. কালো-শিখর ডাহর, Lesser Florican, Sypheotides indicus. Extinct in Bangladesh

Gruidae: long-legged, long-necked and long-billed large birds but differ from storks by shorter hind toes and nostrils in long grooves.

১৮৯. সারস পাখি, Sarus Crane, Grus antigone. tallest bird of Bangladesh

১৯০. ধূসর সারস, Demoiselle Crane, Grus virgo.

Heliornithidae: swimming water bird, keeps neck and head forward when swimming

১৯১. মুখোশপরা জলার পাখি, Masked Finfoot, Heliopais personatus.

Rallidae: Special attention will be needed to identify all the crakes and rails in the field but coot, moorhen, watercock and waterhen may not be so difficult, crakes‟ bills short and thick, rails‟ bills long and slender, bills of others shorter and stouter.

১৯২. ডাহুক বা ডাইক, Indian White-breasted Waterhen, Amaurornis phoenicurus phoenicurus.

১৯৩. কালো কুক্কুট বা জল কুক্কুট, Common Coot, Fulica atra.

১৯৪. কোড়া, Kora/Watercock, Gallicrex cinerea.

১৯৫. জল মুরগি বা ডাকাব পায়রা, Indian Moorhen, Gallinula chloropus indicus.

১৯৬. পাটকিলেমাথা রেইল, Indian Blue-Breasted Banded Rail, Gallirallus striatus albiventer.

১৯৭. কালিম বা কায়েম, Indian Purple Moorhen/Purple Swamphen, Porphyrio porphyrio poliocephalus.

১৯৮. ডোরা ক্রেক, Black-tailed Crake/Elwes‟s Crake, Porzana bicolor.

১৯৯. রাঙ্গা ক্রেক বা ঘুরঘুরি খায়েরি, Northern Ruddy-breasted Crake, Porzana fusca fusca.

২০০. ছোট ক্রেক, Little Crake, Porzana parva. occur from West Coast of India to Pakistan, not eastward in Bangladesh.

২০১. চিত্রা ক্রেক, Spotted Crake, Porzana porzana.

২০২. বেইলনের ক্রেক, Eastern Baillon‟s Crake, Porzana pusilla pusilla.

২০৩. ঘুরঘুড়ি -খায়েরী, লালচে অম্বকুক্কুট, শ্লেট-পা কুক্কুট বা বড় হালতী, Slaty-legged Crake, Rallina eurizonoides. First found breeding in a village- Sat Siki under Fakirhat PS in Bagerhut during August 2005

২০৪. জলচরী রেইল বা অম্ব কুক্কুট, Indian Water Rail/Eastern Water Rail, Rallus aquaticus indicus.

বর্গ: Ciconiiformes [Charadriiformes]: an assemblage of wading birds and waders with too much of size variations.

Scolopacidae: waders with long legs, slender bills, pointed and angular wings, curlews, sandpipers, snipes, stints and allies.

২০৫. পাথারঘুরানি বাটান, Ruddy Turnstone, Arenaria interpres.

২০৬. বালুবেলার চাপাখি, Sanderling, Calidris alba.

২০৭. বাঁকাঠোঁট চাপাখি, Dunlin/Red-backed Sandpiper, Calidris alpina.

২০৮. লালচে চাপাখি, Red Knot/ Knot, Calidris canutus.

২০৯. গুলিন্দাঠোঁটি চাপাখি, Curlew Sandpiper, Calidris ferruginea.

২১০. বামন চাপাখি, Little Stint, Calidris minuta.

২১১. লালচেঘাড়ওয়ালা চাপাখি, Red-necked Stint/Rufous-necked Stint, Calidris ruficollis.

২১২. লম্বাপায়ের-পাতাওয়ালা চাপাখি, Long-toed Stint, Calidris subminuta.

২১৩. টেমিনকের চাপাখি, Temminck‟s Stint, Calidris temminckii.

২১৪. বড় চাপাখি, Great Knot/Eastern Knot, Calidris tenuirostris.

২১৫. কোদালঠোঁটি চাপাখি, Spoonbill Sandpiper, Eurynorhynchus pygmeus.

২১৬. কাদাখোঁচা, চ্যাগা বা চেগা, Fantail/Common Snipe, Gallinago gallinago.

২১৭. পাহাড়ি চাহা, Wood Snipe, Gallinago nemoricola.

২১৮. বন চাহা, Solitary Snipe, Gallinago solitaria.

২১৯. কাদাখোঁচা বা চ্যাগা, Pintail Snipe, Gallinago stenura.

২২০. ধূসরলেজি চাপাখি, Grey-tailed Tattler, Heteroscelus brevipes. Genus name confusion persists, Tringa* brevipes

২২১. ঠোঁটমোটা চাপাখি, Broad-billed Sandpiper, Limicola falcinellus falcinellus.

২২২. ছোট চ্যাগা, Jack Snipe, Lymnocryptes minimus.

২২৩. লম্বাঠোঁট চাহা, Asian Dwitcher/Snipe-billed Godwit, Limnodromus semipalmatus.

২২৪. কালোলেজ জৌরালি, Eastern Black-tailed Godwit, Limosa limosa melanuroides.

২২৫. ডোরালেজ জৌরালি, Bar-tailed Godwit, Limosa lapponica lapponica.

২২৬. বড় গুলিন্দা, Eastern Curlew/Eurasian Curlew, Numenius arquata orientalis.

২২৭. বৃহত্তম গুলিন্দা, Far Eastern Curlew, Numenius madagascariensis.

২২৮ক. ছোট গুলিন্দা, Eastern Whimbrel, Numenius phaeopus phaeopus.

২২৮খ. ছোট গুলিন্দা, Eastern Whimbrel, Numenius phaeopus variegatus.

২২৯. জোয়ালা বা জিউয়ালা, Ruff and Reeve, Philomachus pugnax.

২৩০. বিলাতি চাহা, Eurasian Woodcock, Scolopax rusticola.

২৩১. চিত্রিত পি-উ, Spotted Redshank, Tringa erythropus.

২৩২. তিলা চাপাখি, Wood Sandpiper, Tringa glareola.

২৩৩. তিলা-সবুজ চাপাখি, Nordmann’s Greenshank/Spotted Greenshank, Tringa guttifer.

২৩৪. চাপাখি, Common Sandpiper, Actitis hypoleucos.

২৩৫. সবুজপা পি-উ বা গোতরা, Common Greenshank, Tringa nebularia.

২৩৬. সবুজাভ চাপাখি, Green Sandpiper, Tringa ochropus.

২৩৭. জলার চাপাখি বা ছোট গোতরা, Marsh Sandpiper, Tringa stagnatilis.

২৩৮. লালপা পি-উ, Common Redshank, Tringa totanus totanus.

২৩৯. উল্টোঠোঁটি চাপাখি, Terek Sandpiper, Xenus cinereu.

মোট ৬৯৬ প্রজাতির বাংলাদেশের পাখির বাকি নামগুলো পড়তে নিচে 1-2-3 Pages নাম্বারগুলোতে ক্লিক করুন।

6 thoughts on “বাংলাদেশের পাখির পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে সাত শতাধিক প্রজাতির নামের তালিকা”

  1. How can we get the all countries bird lists in a single site? I wish that once upon a time, we will get all country-wise list of the birds.

    Reply
  2. এটা খুব জরুরি একটা লেখা। পাখিপ্রেমিদের কাজে লাগবে।

    Reply

Leave a Comment

error: Content is protected !!