পৃথিবীতে যে ১০,০০০ প্রজাতির পাখি রয়েছে তার মধ্যে মানিকজোড় (Ciconiidae) পরিবারে পৃথিবীতে ৬টি গণে সর্বমোট ১৯ প্রজাতির পাখি আছে। মানিকজোড় হচ্ছে একদল বিশালাকায় লম্বা পাযুক্ত পানিকাটা পাখি যাদের সবার ভারি, শক্ত ও মোটা ঠোঁট রয়েছে। সাইকোনিডি পরিবারটি সাইকোনিফর্মিস বর্গের অন্তর্ভুক্ত একমাত্র পরিবার। অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর সর্বত্রই এদের দেখা যায়।
বাংলাদেশের পাখির প্রজাতির মোট আনুমানিক সংখ্যা ৭৫০টি। বাংলাদেশে মানিকজোড় পরিবারের ৫টি গণে সর্বমোট আটটি প্রজাতি গত ২০০ বছরে দেখা গেছে তা নিশ্চিত। এর মাত্র দুটি প্রজাতি এখন এ দেশে বাস করে—এশীয় শামখোল (Asian Openbill) ও ছোট মদনটাক (Lesser Adjutant)। নির্বিচার শিকারের কারণে বর্তমানে এশিয় শামুকখোল ও ছোট মদনটাক নামের দুটি প্রজাতির কিছু পাখি ছাড়া বাকিগুলো আর নজরে পড়ে না। শিকারিদের নৃশংসতার কারণেই মূলত বাদবাকিগুলো দেশত্যাগে বাধ্য হয়েছে।[ ১]
বাংলাদেশে মানিকজোড় পরিবারের যে আট প্রজাতি মাঝে মধ্যে পাওয়া গেছে সেগুলো হচ্ছে রাঙা মানিকজোড়, এশিয় শামখোল, ধলা মানিকজোড়, ধলাগলা মানিকজোড়, কালা মানিকজোড়, কালাগলা মানিকজোড়, বড় মদনটাক এবং ছোট মদনটাক।
মানিকজোড় পরিবারে মোট যে ১৯ প্রজাতির যে জীবিত মানিকজোড় পাখিসমূহ সারা দুনিয়ায় দেখা যায় সেগুলোর তালিকা এখানে প্রদান করা হলো:
গণ মাইক্টেরিয়া
১. দুধসাদা মানিকজোড়, Mycteria cinerea
২. হলদেঠুঁটি মানিকজোড়, Mycteria ibis
৩. রাঙা মানিকজোড়, Mycteria leucocephala
৪. কেঠো মানিকজোড়, Mycteria americana
গণ এনাস্টোমাস
৫. এশীয় শামুকখোল, Anastomus oscitans
৬. আফ্রিকান শামুকখোল, Anastomus lamelligerus
গণ সাইকোনিয়া
৭. আব্দিমের মানিকজোড়, Ciconia abdimii
৮. ধলাগলা মানিকজোড়, Ciconia episcopus
৯. স্টর্মের মানিকজোড়, Ciconia stormi
১০. মাগুয়ারি মানিকজোড়, Ciconia maguari
১১. উদয়ী মানিকজোড়, Ciconia boyciana (formerly in C. ciconia)
১২. ধলা মানিকজোড়, Ciconia ciconia
১৩. কালো মানিকজোড়, Ciconia nigra
গণ ইফিপিয়োরিনকুশ
১৪. কালাগলা মানিকজোড়, Ephippiorhynchus asiaticus
১৫. গোদাঠুঁটি মানিকজোড়, Ephippiorhynchus senegalensis
গণ জাবিরু
১৬. জ্যাবিরু, Jabiru mycteria
গণ লেপ্টোপ্টিলস
১৭. ছোট মদনটাক, Leptoptilos javanicus
১৮. হাড়গিলা, Leptoptilos dubius
১৯. ম্যারাবু মদনটাক, Leptoptilos crumeniferus
তথ্যসূত্র:
১. লেখকনামহীন. দৈনিক কালেরকণ্ঠ, “কালাগলা মানিকজোড় দেহসৌন্দর্যই ওদের বড় শত্রু”, ১৯ নভেম্বর, ২০১৩, ইউআরএল: http://www.kalerkantho.com/home/printnews/22645/2013-11-19
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।