বাংলাদেশের পাখির তালিকায় আছে প্রায় ৮০০টি প্রজাতির পাখি। এসব পাখির মধ্যে শকুন আছে মাত্র ৬ প্রজাতির, এবং শকুন হচ্ছে সেসব পাখি যেগুলো বাংলাদেশে বিপন্ন ও মহাবিপন্ন হিসেবে বিবেচিত। বর্তমানে সারাবিশ্বে প্রায় ১৮ প্রজাতির শকুন দেখা যায়। এর মধ্যে পশ্চিম গোলার্ধে ৭ প্রজাতির এবং পূর্ব গোলার্ধে (ইউরোপ, আফ্রিকা ও এশিয়া) ঈগলের সঙ্গে সম্পর্কিত ১১ প্রজাতির শকুন দেখা যায়। দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে ৬ প্রজাতির শকুন রয়েছে। এর মধ্যে ৪ প্রজাতি স্থায়ী আর ২ প্রজাতি পরিযায়ী। বাংলা শকুন ছাড়াও বাংলাদেশে দেখা যায় রাজশকুন, গ্রিফন শকুন বা ইউরেশীয় গৃধিনী, হিমালয়ী গৃধিনী, সরুঠুঁটি শকুন, কালা শকুন ও ধলা শকুন। তবে এখন শুধু বাংলা শকুন এবং গ্রিফন শকুন বা ইউরেশীয় গৃধিনীই মাঝে মাঝে দেখা যায়। এসব প্রজাতির শকুন সারাবিশ্বে বিপন্ন। আর স্থায়ী প্রজাতির মধ্যে রাজশকুন তো মহাবিপন্ন।
বাংলাদেশের শকুন বর্তমানে বিলুপ্তির পথে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের কলেজ অব ভেটেরিনারি মেডিসিনের গবেষক ড. লিন্ডসে ওক তার এক গবেষণায় প্রমাণ করেন, পশু চিকিত্সায় ডাইক্লোফেনের ব্যবহারই শকুন বিলুপ্তির অন্যতম কারণ। ভারতে প্রতি বছর ৩০ শতাংশ শকুন মারা যাওয়ার কারণও ডাইক্লোফেন। ‘ডাইক্লোফেন’ নামে ব্যথানাশক ওষুধের ব্যাবহার রয়েছে পশু চিকিতসায়। গত তিন দশক ধরে এশিয়ার দেশগুলোতে ডাইক্লোফেনের ব্যবহার যে হারে বেড়েছে, সেই হারেই প্রকৃতির বন্ধু হিসেবে চিহ্নিত শকুন পৃথিবী থেকে হারিয়ে গেছে। ২০০৩ সালে এক গবেষণায় জানা যায়, যেসব পশুর দেহে ‘ডাইক্লোফেন’ রয়েছে, সেসব মৃত পশুর মাংস খেলেই তিন দিনেই শকুনের কিডনি অচল হয়ে যায়। সোজা কথায় মৃতপশুর মাংসই শকুনের জন্য যম হিসেবে আবির্ভূত হয়েছে।
পরিসংখ্যান জানিয়ে দিচ্ছে, ৮০’র দশকে সার্কভুক্ত দেশে প্রায় ৪ কোটি শকুনের অস্তিত্ব ছিল, অথচ এই সংখ্যা এখন কমে মাত্র ৪০ হাজারে এসে দাঁড়িয়েছে। তাই সারাবিশ্বে শকুনকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে প্রতি বছর সেপ্টেম্বরের ৫ তারিখ আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস হিসেবে পালিত হচ্ছে। বিজ্ঞানীরা এই মানবসৃষ্ট কারণে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে পশু-চিকিত্সায় ডাইক্লোফেনের পরিবর্তে সমান কার্যকর অথচ শকুনের ক্ষতি করে না ‘মেলোক্সিক্যাম’ নামের ওষুধ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। কিন্তু শকুনকে বিলুপ্তির হাত থেকে কার্যকরভাবে বাঁচানো যাচ্ছে না।
বাংলাদেশের পাখি গবেষক সীমান্ত দীপু গত২ এপ্রিল, ২০১২ আমাকে টেলিফোনে জানিয়েছিলেন, ৪৭টি বাংলা শকুন বাংলাদেশের সিলেট বিভাগের কালাছড়ার গভীর জংগলে ২০০৯ সালের জানুয়ারি মাসে দেখা গিয়েছিল। তার পরের বছর সেখানে শকুনের পরিমাণ কমে দাড়িয়েছিল ৭টিতে। বর্তমানে কালাছড়ায়প্রায় ২০ টি বাংলা শকুন রয়েছে। এছাড়া ১৩ মার্চ ২০১১ দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, গত ডিসেম্বর, ২০১০-এ বাংলাদেশের পঞ্চগড়ের দেবিগঞ্জের দণ্ডাপাল ইউনিয়নের রাজারহাট, সুন্দরদীঘি, ফুলবাড়ী ও খকেরহাটে একঝাঁক গ্রিফন শকুন বা ইউরেশীয় গৃধিনী আসে। স্থানীয় লোকজন ৮টি দুর্বল শকুন ধরে ফেলে। পরে পঞ্চগড়ের ততকালীন জেলা প্রশাসক বনমালী ভৌমিক আটক শকুনগুলো না মারার নির্দেশ দেন। কিন্তু আহত একটি শকুন মারা যায়। পরে ১১মার্চ, ২০১১ আরেকটি অসুস্থ শকুন মারা যায়। একই দিন বন সংরক্ষক ড. তপন কুমারদে পঞ্চগড় যান এবং বিরল শকুনগুলো কক্সবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্কেরশকুন কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। তিনি তখন আশা করেছিলেন, শকুনগুলো সুস্থ হলেই এগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
আন্তর্জাতিক শকুনশুমারিরতথ্য অনুযায়ী, গত ১৫ বছরে পৃথিবীর ৯৯ দশমিক ৯শতাংশ বাংলা-শকুন মারা গেছে। একারণে অনেক দেশে ওষুধটি নিষিদ্ধ হয়েছে এবং বিকল্প ওষুধ ব্যবহৃত হচ্ছে।২০১১ সালে ঘটা করে বাংলাদেশে ওষুধটি নিষিদ্ধ করাহয়েছে কিন্তু ওষুধটিরব্যবহার বন্ধ করা যায়নি।
মৃত পশুর মাংস খেয়ে লোকালয় ও বনবাদাড়দূষণমুক্ত রাখার কাজে শকুনের বিকল্পনেই।পশুর ক্ষুরা ও তড়কা রোগের জীবাণুকেবল শকুন হজমের মাধ্যমে ধ্বংস করতে পারে। শকুন না থকার কারণেই ক্ষুরা ওতড়কা রোগের প্রাধান্য বাংলাদেশে বেড়েছে।
শকুনসমৃদ্ধ সুন্দরবন ওহাওরাঞ্চল এখন প্রায় শকুনশূন্য। গবাদিপশুর বিষাক্ত মাংস থেকে দূরে রাখারজন্য কোনো কোনো দেশে শকুনের আবাসে নিয়মিত কুকুর মেরে রাখা হচ্ছে। বাংলাদেশেএ ধরনের উদ্যোগ ফলপ্রসূ হয় কিনা তা পরীক্ষা করা যেতে পারে। এছাড়াও শকুনবিলুপ্ত হবার আরো অন্যান্য কারণের মধ্যে রয়েছে শকুনের খাবার ও আবাসস্থলেরসংকট। যার ফলে বাংলাদেশের শুকুন হারিয়ে যাচ্ছে। শকুনেরা সাধারণত পুরনো বড়বড় গাছে বাসা বাঁধে এবং ডিম পাড়ে। পুরনো বড় বড় গাছগুলো নিধন করে ফেলায়পরিবেশের বন্ধু শকুন হারিয়ে গেছে। পরিবেশ দূষণের কারণেও শকুনের ডিম থেকেছানা হচ্ছে না। দূষণের কারণে শকুনসহ বিভিন্ন পাখির ডিমের খোলস পাতলা হয়েযাচ্ছে এবং তার ফলে ডিম থেকে ছানা হচ্ছে না এবং অনেক ডিম নষ্ট হয়ে যাচ্ছে।
সাহিত্যে শকুন: ‘মাঠ থেকে মাঠে মাঠে—সমস্ত দুপুর ভরে এশিয়ার আকাশে আকাশে/শকুনেরা চরিতেছে; মানুষ দেখেছে হাট ঘাঁট বস্তি, নিস্তব্ধ প্রান্তর/শকুনের; যেখানে মাঠের দৃঢ় নীরবতা দাঁড়ায়েছে আকাশের পাশে’—রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কালজয়ী ‘শকুন’ কবিতার অংশ এটি। এছাড়াও অনেক সাহিত্যিক শকুনকে তাদের সাহিত্যে স্থান দিয়েছেন।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।