পাতি মরচেপাতা দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার প্রজাপতি

[otw_shortcode_info_box border_type=”bordered” border_color_class=”otw-red-border” border_style=”bordered” shadow=”shadow-inner” rounded_corners=”rounded-10″]বৈজ্ঞানিক নাম: Ariadne merione (Cramer) প্রতিনাম: Ergolis merione Butler, 1869; Ergolis tapestrina Moore, 1884; Ergolis merione assama, Evans, 1924; Ariadne merione Corbet & Pendlebury, 1978; Ariadne merione indica Gupta & Shukla, 1988. Papilio merione Cramer, 1777; Papilio cortinna Herbst, 1794 ইংরেজী নাম: The Common Castor. স্থানীয় নাম: পাতি মরচেপাতা প্রজাপতি, জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Animalia অবিন্যাসিত: Euarthropoda শ্রেণী: Insecta বর্গ: Lepidoptera পরিবার: Nymphalidae গণ: Ariadne; প্রজাতি: Ariadne merione (Cramer)[/otw_shortcode_info_box]

ভূমিকা: বাংলাদেশের প্রজাপতির তালিকায় থাকা পাতি মরচেপাতা হচ্ছে নিমফালিডি পরিবারের এরিডনে গণের একটি প্রজাপতি।

বিবরণ: পাতি মরচেপাতা প্রজাপতির প্রসারিত ডানার মাপ ৪৫-৬০ মিমি। উভয় লিঙ্গের উপরের দিক মলিন, সামনের ডানা একটি প্রায় প্রান্তীয় সাদা দাগ ৪র্থ এবং ৫ম প্রায় কস্টাল উপশিরার bifurcation এর উপর অবস্থিত এবং কালচে রেখা থাকে নিচের অংশগুলোর সাথে: দুটি আড়াআড়িভাবে থাকে সেলের গোড়ার দিকে বাইরেরটা মধ্য উপর শিরার দিকে, দুটি বাঁকা এবং জিগজাগ রেখা সেলের মধ্য বরাবর অতিক্রম করে, তিনটি বাঁকা রেখা সেলের শেষে অবস্থিত; এক জোড়া বাঁকা, জিগজাগ রেখা অতিক্রম করে সারিবদ্ধ মধ্যম ৩টি বাঁকা রেখা, ভেতরেরটি ফ্যাকাশে এবং অনেকটা macular পেছনের ডানার রেখা সমান এবং সাধারণত সামনের ডানার সাথে সম্পর্ক যুক্ত, কিন্তু তিনটি প্রায় প্রান্তীয় রেখার ভেতরেরটি castaneous দাগ দ্বারা বোঝা যায়। উভয় ডানার নিচের দিক সামান্য কালচে, বাঁকা রেখার মধ্যবর্তী স্থান Castaneous এরা দুটি সুস্পষ্ট গাঢ় faciae বহন করে ডিস্কের উপর।

স্বভাব এবং বাসস্থান: লার্ভার খাদ্যের মধ্যে আছে Tragia cannabina, T. involucrata এবং Euphorbiaceae এর সকল সদস্য।

বিস্তৃতি: বাংলাদেশ, শ্রীলংকা সমগ্র ভারতের উত্তরাঞ্চল ছাড়া এবং উত্তর-পশ্চিম অঞ্চল, মায়ানমার এবং মালয় পেনিনসুলা পর্যন্ত।

তথ্যসূত্র:

১. শফিক এইচ চৌধুরী, (আগস্ট ২০০৯)। “আর্থোপোডা: ইনসেক্টা-৩”। আহমাদ, মোনাওয়ার; কবির, হুমায়ুন, সৈয়দ মোহাম্মদ; আহমদ, আবু তৈয়ব আবু। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ ২১ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৭০-৭১। আইএসবিএন 984-30000-0286-0

আরো পড়ুন:  চাঁদনরি দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার প্রজাপতি

Leave a Comment

error: Content is protected !!