বর্ণনা: দেহ কিছুটা চাপা এবং উঁচু। পৃষ্ঠদেশ অংকীয়দেশের তুলনায় বেশ উঁচু। আঁইশগুলো অপেক্ষাকৃত বড়। বুকের পাখনা তুন্ড ব্যাতীত মাথার দৈর্ঘ্যের সমান। এদের দেহ সবুজাভ রুপালি বর্ণের। দেহের পার্শ্ব বরাবর এবং পেটে বিদ্যমান আঁইশ থেকে রুপালি প্রতিফলন দেয়। উলম্বভাবে প্রসারিত দুইটি লম্বা প্রশস্ত ডোরা বিদ্যমান যার মধ্যে একটি পৃষ্ঠ থেকে বুক পাখনার মাঝ পর্যন্ত , আর অপরটি পৃষ্ঠ থেকে পায়ুপাখনার পেছন পর্যন্ত বিস্তৃত। দুইটি হালকা ডোরা থাকে যার মধ্যে একটি পৃষ্ঠপাখনার সামনের প্রান্ত থেকে এবং অপরটি পশ্চাৎ প্রান্ত থেকে বিস্তৃত। প্রজনন ঋতুতে এদের পৃষ্ঠ ও বক্ষপাখনা হালকা হলুদ বর্ণে কিন্তু শ্রোণী ও পায়ু পাখনা কমলা বর্ণ ধারণ করে। এই প্রজাতির সর্বোচ্চ দৈর্ঘ্য ৪ সেমি পাওয়া গিয়েছে।
বসবাস: ফুটানি পুঁটি স্থির পানির জলাশয়ের বালি বা কাদাযুক্ত স্থানে বাস করে (Menon , 1999)। এটি সমগ্র বাংলাদেশে নদী, স্রোতযুক্ত জলাধার, ডোবা, বিল এবং পুকুরে পাওয়া যায়। এরা পরিস্কার পানির স্রোতযুক্ত জলাশয়, নদী, হ্রদ এবং কর্দমাক্ত জলাধারে বাস করে (Talwar and Jhingran, 1991)। এরা উন্মুক্ত জলাশয়ে বা কোনো তলদেশের উপর ডিম পাড়ে তবে ডিমগুলোকে পাহারায় রাখে না। সকালবেলা পানির উপরিতলে লতাপাতার মধ্যে ডিম পাড়ে। বর্ষার শুরুতেই এদের প্রজনন ঘটে। এই প্রজাতির তরুণ এবং পূর্ণবয়স্ক মাছ গলিত ও পচা খাবার, কাদার প্রাণী যেমন পোকামাকড়, কীটপতঙ্গ এবং উদ্ভিজ উপাদান প্রভৃতি খায় (Mills and Vever, 1989) ।
বিস্তৃতি: ফুটানি পুঁটি এশিয়ার অভ্যন্তরীন জলাশয়ের স্বদেশী মাছ; পাকিস্তান, ভারত (উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আসাম এবং গোয়া), বাংলাদেশ এবং মায়ানমার পাওয়া যায়।
চাষাবাদ: মৎস্য চাষে এই মাছের গুরুত্ব কম । এটি প্রায় ৪ সেমি পর্যন্ত লম্বা হয় । আকর্ষনীয় অ্যাকুরিয়াম মাছ হিসেবে এটি পরিচিত।
বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ: আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি বাংলাদেশে হুমকির সম্মুখীন নয়।
তথ্যসূত্র:
১. এ কে আতাউর রহমান, শামীমা আকতার (অক্টোবর ২০০৯)। “স্বাদুপানির মাছ”। in আহমেদ, জিয়া উদ্দিন; আবু তৈয়ব, আবু আহমদ; হুমায়ুন কবির, সৈয়দ মোহাম্মদ এবং অন্যান্য। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ ২৩ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃ: ৯৮–৯৯। আইএসবিএন 984-30000-0286-0
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।