বাংলাদেশ থেকে প্রতিনিয়ত অনেক প্রাণি বিলুপ্ত হয়ে যাচ্ছে। দেশের ভেতরে দশ বছর আগেও যেসব প্রাণী দেখা যেত তা আর এখন দেখা যায় না। যেসব প্রাণি মাঝে মাঝে দেখা যায় সেগুলোর অনেকগুলোই পার্শবর্তী দেশ থেকে পথ ভুলে বাংলাদেশে আসে এবং এদেশের মানুষের হাতে মারা পড়ে। ফলে সেসব প্রাণি যে বাংলাদেশে আছে তা নিশ্চিত করে বলা যায় না। যেমন চিতা বাঘের কথা; দেশে প্রতি বছরই বিভিন্ন স্থানে ১-২টি চিতাবাঘ মারা পড়ে, কিন্তু সেগুলো যে বাংলাদেশের ভুখণ্ডে বাস করে তা নিশ্চিত করে বলা যায় না।
এখানে একটি কথা উল্লেখ করা যেতে পারে যে, আইইউসিএন বাংলাদেশ ২০১৬ সালে লাল বইয়ের তালিকায় গত একশ বছরে বিলুপ্ত হওয়া স্তন্যপায়ী প্রাণীর মোট সংখ্যা বলেছে ১৩ প্রজাতি।[১] আমরা এখানে গত ২০০ বছরের বিলুপ্ত হওয়া স্তন্যপায়ী প্রাণীর তালিকা প্রদান করছি। বাংলাদেশ থেকে যে ২৪ প্রজাতির প্রাণি বিলুপ্ত হয়ে গেছে তার তালিকা নিচে প্রদান করা হলোঃ
০১. কাকড়াভুক বানর, Crab-eating Macaque, Macaca fascicularis,
০২. বড় কালো কাঠবিড়ালী, Black Giant Squirrel, Ratufa bicolor,
০৩. লাল উড়ন্ত কাঠবিড়ালী, Red Giant Flying Squirrel, Petaurista petaurista,
০৪. কমলাপেট হিমালয়ী কাঠবিড়ালী, Orange-bellied Himalayan Squirrel, dremomys lokriah,
০৫. মালয়ী বনরুই, Malayan Pangolin, Manis javanica,
০৬. চায়না বনরুই, Chinese Pangolin, Manis pentadactyla,
০৭. এশিয় সোনালী বিড়াল, Asian Golden Cat, Catopuma temminckii,
০৮. মার্বল্ড বিড়াল, Marbled Cat, Pardofelis marmorata,
০৯. লামচিতা, Clouded Leopard, Neofelis nebulosa,
১০. ধুসর নেকড়ে, Grey Wolf, Canis lupus,
১১. বুনো কুকুর, Asiatic Wild Dog, Cuon alpinus,
১২. দেশি ভাল্লুক, Sloth/Indian Bear, Melursus ursinus,
১৩. সুমাত্রার গণ্ডার, Sumatran Rhinoceros, Dicerorhinus sumatrensis,
১৪. জাভাদেশিয় গণ্ডার, Javan Rhinoceros, Rhinoceros sondaicus,
১৫. দেশি গণ্ডার, Indian Rhinoceros, Rhinoceros unicornis,
১৬. দেশি গৌর, গয়াল, Gour, Gayal, Indian Bison, Bos gaurus,
১৭. বান্টিং, Banting, Bos javanicus,
১৮. নীল গাই, Blue Bull, Boselaphus tragocamelus,
১৯. বুনো মহিষ, Indian Buffalo, Bubalus arnee,
২০. পারা হরিণ, Hog Deer, Axis porcinus,
২১. বারশিঙ্গা, জলার হরিণ, Barashinga, Rucervus duvaucelii,
২২. খুরঅলা ফইট্টা, Lesser Mouse Deer, Trugulus Kanchil,
২৩. ব্রাইডের তিমি, Bryde’s Whale, Balaenoptera brydei,
২৪. ফিন তিমি, Fin Whale, Balaenoptera physalus,
তথ্যসূত্র:
১. মাহমুদ ইফতেখার. “দেশের প্রাণিকুলের অবস্থা নিয়ে হালনাগাদ তালিকা বিলুপ্ত ৩১ প্রজাতির প্রাণী”, দৈনিক প্রথম আলো, মতিউর রহমান, ২২ জুন ২০১৬. http://www.prothomalo.com/bangladesh/article/895795
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।