ভূমিকা: জেনোক্রোফিস (বৈজ্ঞানিক নাম: Xenochrophis) কলুব্রিডি পরিবারের সাপের একটি গণের নাম। এদেরকে ঢোড়া সাপ (ইংরেজি: painted keelbacks) বলেও ডাকা হয়। বাংলাদেশে এই গণে দুটি প্রজাতি আছে।
জেনোক্রোফিস গণের সাপের প্রজাতিগুলোর ম্যক্সিলারি দাঁত কিছুটা লম্বা, সংখ্যা ২০-২৫টি, প্রায় সমান। মাথা angular canthus rostrlis এর সাহায্যে গ্রীবা থেকে পৃথক; চোখ মাঝারি ধরনের, পিউপিল গােলাকার; নাসারন্ধ একটি, উপরের দিক এবং বাহিরের দিক অভিমুখে অবস্থিত।
জেনোক্রোফিস গণের সাপের প্রজাতিগুলোর দেহ নলাকার; আঁইশ ১৯ সারিতে সাজানাে থাকে, স্পষ্ট শিরযুক্ত, শীর্ষে পিট/গর্ত থাকে; লেজ মাঝারি ধরনের, নিম্ন-পুচ্ছের আঁইশ জোড়ায় থাকে। শিরদাঁড় বরাবর দেহের সম্পূর্ণ অংশে অবস্থিত (Smith, 1943)।
এই গণে সারা পৃথিবীতে আছে ১৩টি প্রজাতি এবং বাংলাদেশে আছে ২টি প্রজাতি। বাংলাদেশে প্রাপ্ত এই গণের দুইটি প্রজাতি হচ্ছে ক. কালো পেট ঢোড়া সাপ এবং খ. নকশি ঢোড়া সাপ।
ছবির ইতিহাস: এই গণের প্রজাতি কালো পেট ঢোড়া সাপের ছবিটি তানিয়া খান তুলেছেন ডিসেম্বর ২০১৩ সময়ে বাংলাদেশ থেকে।
তথ্যসূত্র:
১. জিয়া উদ্দিন আহমেদ (প্রধান সম্পা.), বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: উভচর প্রাণী ও সরীসৃপ, খণ্ড: ২৫ (ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ২০০৯), পৃ. ১৬৪।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।