ছোট ঝুনঝুনা দক্ষিণ এশিয়ায় জন্মানো ভেষজ বিরুৎ

বিরুৎ

ছোট ঝুনঝুনা

বৈজ্ঞানিক নাম: Crotalaria prostrata Rottler ex Willd., Enum. Hort. Berol.: 744 (1809). সমনাম: Crotalaria prostrata Roxb. ex D. Don (1825). ইংরেজি নাম: Prostrate Rattlepod। স্থানীয় নাম: ছোট ঝুনঝুনি।
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae. বিভাগ: Angiosperms. অবিন্যাসিত: Tracheophytes. অবিন্যাসিত: Eudicots. বর্গ: Fabales পরিবার: Fabaceae. গণ: Crotalaria. প্রজাতি: Crotalaria prostrata.

ভূমিকা: ছোট ঝুনঝুনা (বৈজ্ঞানিক নাম: Crotalaria prostrata, ইংরেজি নাম: Prostrate Rattlepod) বাংলাদেশের পাহাড়ে জন্মে। এছাড়াও ভেষজ চিকিৎসায় কাজে লাগে।

ছোট ঝুনঝুনা-এর বর্ণনা:

ব্যাপিত, শায়িত, বর্ষজীবী বীরুৎ, ১৫-৫০ সেমি লম্বা, শাখাপ্রশাখা সরু, খাটো, চাপা বা ছড়ানো রেশমি হলুদ-বাদামী রোমশ। পত্র সরল, প্রায় বৃন্তহীন,

উপপত্রহীন, ১.৬-৩.০ X ১.০-১.৫ সেমি, আয়তাকার বা আয়তাকার-ডিম্বাকার, স্থূলাগ্র, গোড়া তির্যক বা প্রায় হৃৎপিন্ডাকার, উভয় পার্শ্ব রোমশ, রোম রেশমি, হলুদাভ।

পুষ্পবিন্যাস রেসিম, ২-৪ পুষ্পক, মঞ্জরীদন্ড সূক্ষ্ম রেশমি, সাধারণত পাতার দ্বিগুণ, মঞ্জরীপত্র এবং মঞ্জরীপত্রিকা ক্ষুদ্র, তুরপুনাকার, পুষ্পবৃন্ত খাটো, প্রায় ২ মিমি লম্বা।

বৃতি ৪-৫ মিমি লম্বা, ঘন রেশমি, দন্তক রেখাকার। দলমন্ডল হলুদ, বহির্মূখী নয়। ফল পড, প্রায় বৃন্তহীন, ১.২-১.৫ সেমি লম্বা, চ্যাপ্টা, রোমহীন, ১২-১৫ বীজী।

ক্রোমোসোম সংখ্যা: ২n = ১৬ (Kumar and Subramaniam, 1986).

আবাসস্থল ও বংশ বিস্তার:

পাহাড়ের উচ্ছেদাংশ। ফুল ও ফল ধারণ সময় অক্টোবর-মার্চ মাস। বংশ বিস্তার হয় বীজ দ্বারা।

ছোট ঝুনঝুনা-এর বিস্তৃতি:

পাকিস্তান থেকে সমগ্র ভারত, শ্রীলংকা থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত। বাংলাদেশের অধিকাংশ জেলায় সহজলভ্য।

জাতিতাত্বিক ব্যবহার:

ভারতে সাঁওতাল উপজাতীরা মূল পাকস্থলীর জটিলতায় ব্যবহার করে, যেখানে মুণ্ডা উপজাতীরা পেটের পীড়া এবং ডায়রিয়ায়, বিশেষত মারাক্তক ডায়রিয়ায় ব্যবহার করে।

অন্যান্য তথ্য:

বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের ৮ম খণ্ডে (আগস্ট ২০১০) ছোট ঝুনঝুনা প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, এদের শীঘ্র কোনো সংকটের কারণ দেখা যায় না এবং বাংলাদেশে এটি আশঙ্কামুক্ত হিসেবে বিবেচিত।

আরো পড়ুন:  বড় নল বা গাবা নল ভেষজ গুণ সম্পন্ন এশিয়ার তৃণ

বাংলাদেশে ছোট ঝুনঝুনা সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে যে এই প্রজাতিটির চাষাবাদ প্রয়োজন নেই।

তথ্যসূত্র:

১. মোহাম্মদ ইউসূফ (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৮ম (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা -৪০-৪১ আইএসবিএন 984-30000-0286-0

বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিমিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম:  Krishan Lal

Leave a Comment

error: Content is protected !!