ভূমিকা: হাসি-মুখোশী ডেনড্রোবিয়াম (বৈজ্ঞানিক নাম: Dendrobium moschatum) অর্কিড পরিবারের ডেনড্রোবিয়াম গণের বিরুৎ। এদের সৌন্দর্যের কারণে এরা জনপ্রিয়তা লাভ করেছে।
বর্ণনা: হাসি-মুখোশী ডেনড্রোবিয়াম বৃক্ষাশ্রয়ী বীরুৎ। কান্ড খাড়া, প্রস্থচ্ছেদে বৃত্তাকার, ৯০-১৫০ সেমি লম্বা। পাতা ডিম্বাকার-বল্লমাকার, ৮-১২ সেমি লম্বা। রেসিম বিবর্ধিত, ৬-১৫টি পুষ্প বিশিষ্ট, পত্রময় কান্ড থেকে উৎপন্ন হয়।
পুষ্প বৃহৎ, ৬-৮ সেমি ব্যাস বিশিষ্ট, সাদা বা গোলাপী-বেগুনি অথবা সোনালী হলুদ, কস্তুরীবৎ বা মিষ্টি গন্ধ বিশিষ্ট। বৃত্যংশ উপবৃত্তাকার-আয়তাকার। পাপড়ি প্রশস্ত, মেন্টাম খাটো। লিপ নাশপাতি আকার বা অর্ধ বৃত্তাকার এবং অনেকটা ভেতরমুখী বক্র সূক্ষ্ম খন্ডিত কিনারা বিশিষ্ট। ফুল ধারণ: মে থেকে জুলাই (Huda, 2000).
ক্রোমোসোম সংখ্যা: 2n = ৩৮ (Misra, 2004).
আবাসস্থল ও চাষাবাদ: বৃক্ষের উপরে পরাশ্রয়ীর মতো হয়ে থাকে। মূলাকার কান্ডসহ কান্ড পৃথকীকরণের মাধ্যমে প্রজাতির বিস্তার লাভ করে। গৃহের শোভাবর্ধের জন্য চাষ করা হয়।
বিস্তৃতি: ভারত, বাংলাদেশে এই প্রজাতিটি চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম জেলা সমূহ থেকে রেকর্ড হয়েছে।
অন্যান্য তথ্য: বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের ১২তম খণ্ডে (আগস্ট ২০১০) () প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, এদের সংকটের কারণ দেখা হয়েছে পোষক বৃক্ষ ধ্বংস এবং বাংলাদেশে এটি মহাবিপন্ন হিসেবে বিবেচিত। বাংলাদেশে হাসি-মুখোশী ডেনড্রোবিয়াম সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে যে প্রজাতিটি পুনরায় খুঁজে পেতে ত্বরিত পদক্ষেপ গ্রহণ এবং ইন-সিটু ও এক্স-সিটু পদ্ধতিতে সংরক্ষেণ প্রয়োজন।[১]
তথ্যসূত্র:
১. এম কে হুদা (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ১০ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৪৯-৫০। আইএসবিএন 984-30000-0286-0
বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Averater
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।