ইউরালি হচ্ছে নিমফাসি পরিবারের সপুষ্পক জলজ উদ্ভিদের গণ

ভূমিকা: ইউরালি হচ্ছে নিমফাসি পরিবারের সপুষ্পক জলজ উদ্ভিদের একটি গণের নাম। এই গণের প্রজাতিগুলো বহুবর্ষজীবী বীরুৎ হয়। এই গণে কেবল একটি প্রজাতি আছে যার বাংলা নাম মাখনা। গ্রিক পৌরাণিক চরিত্র গর্গনের নাম থেকে এই ইউরালি নামটি এসেছে।

গণের বৈজ্ঞানিক নাম: Euryale Salisb. in Kon. & Sims., Ann. Bot. 2: 74 (1806).

ইংরেজি নাম: prickly waterlily, fox nut, foxnut, gorgon nut বা makhana

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms বর্গ: Nymphaeales পরিবার: Nymphaeaceae গণ: Euryale.

বিবরন: ইউরালি গণের প্রজাতিরা ঘন কন্টকযুক্ত বীরুৎ, মূলাকার কান্ডবিশিষ্ট। পাতা ভাসমান অবস্থায় থাকে এবং দেখতে বর্তুলাকার।

পুষ্প গর্ভশীর্ষ, পানিতে আংশিক নিমজ্জিত থাকে। বৃত্যংশ ৪টি, গর্ভপত্রের উপরে পুষ্পধারের প্রান্তে সন্নিবেশিত। পাপড়ি অসংখ্য এবং ৩ থেকে ৫টি শ্রেণীতে সজ্জিত।

পুংকেশর অসংখ্য, অনেকগুলো চক্রে সজ্জিত, তোড়া আকারে গুচ্ছিত, পুংদন্ডগুলো রৈখিক। গর্ভাশয় ৫ থেকে অনেক প্রকোষ্ঠবিশিষ্ট পুষ্পধারের বিস্তৃত অগ্রভাগে লুকায়িত, গর্ভমুণ্ড চাকতি আকৃতির, অবতল, ডিম্বক অনেক, প্রাচীরগাত্রীয় অমরাবিন্যাসে।

ফল স্পঞ্জতুল্য বেরী, স্থায়ী বৃতি কর্তৃক মুকুটাকার এবং শক্ত কন্টক কর্তৃক আবৃত। এদের বীজ সংখ্যায় অনেকগুলো, শাসালো বীজোপাঙ্গোবিশিষ্ট, বীজত্বক ক্ষীণ, সস্য ময়দা সদৃশ, ভ্রুণ খর্বাকার। ইউরালি গণে বাংলাদেশে পাওয়া একমাত্র প্রজাতি হচ্ছে মাখনা (বৈজ্ঞানিক নাম: Euryale ferox).

তথ্যসূত্র:

১. হাবীব, এম আহসান (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩২১। আইএসবিএন 984-30000-0286-0

বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Diego Delso

Leave a Comment

error: Content is protected !!