এনানাস হচ্ছে ব্রোমেলিয়াড় পরিবারের সপুষ্পক গণের নাম

গণের নাম

এনানাস

গণের নাম: Ananas Mill., Dict. ed. 6 (1762). জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms অবিন্যাসিত: Monocots অবিন্যাসিত: Commelinids বর্গ: Poales পরিবার: BROMELIACEAE গণ: Ananas

ভুমিকা: এনানাস  হচ্ছে ব্রোমেলিয়াড বা ব্রোমেলিয়াসি পরিবারের সপুষ্পক একটি গণের নাম। এটি মূলত বিরুৎ বিশিষ্ট্য। এই গণের প্রজাতিটির ফল রসালো।  আনারস এই গণের একটি প্রজাতি।

বিবরণ: একবর্ষ বা দ্বিবর্ষজীবী বীরুৎ। কান্ড খাটো, পত্রাচ্ছাদিত, স্থলজ, প্রান্তীয় পুষ্প বিন্যাস, নিষেক পরবর্তী পুষ্পবিন্যাস ফিকে বা স্বর্ণাভ হলুদ মাংসল ফলে রূপান্তরিত। প্রধান অক্ষের বৃদ্ধি ফলের শীর্ষ অতিক্রম করে একগুচ্ছ পাতা বা মুকুটে পরিসমাপ্ত ।

ফলের মূলীয় অংশে বা মঞ্জরীদন্ডের সাথে ফলের সংযোগ স্থলে সৃষ্ট বিটপ এবং উর্ধধাবকের সাহায্যে অঙ্গজ প্রজনন ঘটে। আনারস এই গণের অন্তর্ভুক্ত।

তথ্যসূত্র:

১. এস. কে. দত্ত (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ১১ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ১৪২। আইএসবিএন 984-30000-0286-0

বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Shajiarikkad

আরো পড়ুন:  ধতুরা (গণ) সোলানাসি পরিবারের একটি শক্তিশালী বীরুৎ

Leave a Comment

error: Content is protected !!