ভূমিকা: কান্দি ফুল (বৈজ্ঞানিক নাম: Lepidagathis incurva) হচ্ছে বাংলাদেশের ভেষজ বীরুৎ। এটি পূর্ব এশিয়ার দেশে পাওয়া যায়। তবে বনাঞ্চলের পরিবেশ এদের জন্য উপযুক্ত।
কান্দি ফুল-এর বর্ণনা:
প্রায় মসৃণ কাণ্ড বিশিষ্ট অর্ধখাড়া বহুবর্ষজীবী বীরুৎ। পত্র সবৃন্তক, পত্রবৃন্ত ১-২ সেমি লম্বা, পত্রফলক ৭-৮ × ২.০-৩.৫ সেমি, বল্লমাকার-দীর্ঘায়ত থেকে ব্যাপকভাবে বল্লমাকার-ডিম্বাকৃতি, অখন্ড, সূক্ষ্মাগ্র, সূক্ষ্মভাবে রোমশ। স্পাইক খুব ঘন, কাক্ষিক এবং প্রান্তীয়, নরম রোমশযুক্ত, ১-পার্শ্বীয়, ১.৫-৪.০ সেমি লম্বা। মঞ্জুরীপত্র ৮-১২ মিমি লম্বা, বল্লমাকার থেকে ডিম্বাকার, গ্রন্থিল-রোমশ, দীর্ঘাগ্র, সূক্ষ্ম খর্বাগ্র, মঞ্জরীপত্রিকা ৬-৮ মিমি লম্বা, শুষ্ক ঝিল্লি সদৃশ, দীর্ঘাগ্র, সূক্ষ্ম খর্বাগ্র।
বৃতি গভীরভাবে ৫-খন্ডিত, খন্ড গুলি অসম, রৈখিক-বল্লমাকার, বাইরেরটি বড় এবং প্রায় ১ সেমি লম্বা, অন্যান্যগুলি ৭-৮ মিমি লম্বা। দল প্রায় ৬ মিমি লম্বা, নলাকার, আকস্মিকভাবে মধ্যাংশে স্ফীত অঙ্কীয়, ২-ওষ্ঠী, নিম্নের ওষ্ঠ ৩-খন্ডিত, উপরেরটির চেয়ে দীর্ঘ, ছড়ানো, সাদার মধ্যে বাদামি রং এর বিন্দু বিশিষ্ট।
পুংকেশর ৪টি, অসম জোড়ায় অবস্থিত, অন্তর্ভুক্ত, পরাগধানী কোষ দীর্ঘায়ত, ভোঁতা। গর্ভাশয় দীর্ঘায়ত, মসৃণ, ৪-ডিম্বকবিশিষ্ট, গর্ভদণ্ড সূত্রাকার, গর্ভমুণ্ড মুন্ডাকার, সুক্ষ্মভাবে দ্বি-খন্ডিত। ক্যাপসিউল ৫-১০ মিমি লম্বা, দীর্ঘায়ত, অগ্রভাগ ব্যতীত মসৃণ, ৪-বীজবিশিষ্ট। বীজ গোলাকার, চ্যাপ্টা, প্রস্থে প্রায় ১ মিমি, রোমশ।
ক্রোমোসোম সংখ্যা: ২০ = ২০ Lepidagathis hyalina নামে সনাক্তকৃত প্রজাতির জন্য (Kumar and Subramaniam, 1986)
আবাসস্থল:
পাহাড় এবং বনাঞ্চলের ভেজা এবং স্যাঁতসেতে স্থান জন্মায়। ফুল ও ফল ধারণ মার্চ থেকে মে মাস। বংশ বিস্তার হয় বীজ দ্বারা।
বিস্তৃতি :
ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, দক্ষিণ চীন, মায়ানমার এবং মালয়েশিয়া। বাংলাদেশে প্রায় সমস্ত দেশ জুড়েই এই প্রজাতিটি পাওয়া যায়।
অন্যান্য তথ্য:
বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের ৬ষ্ঠ খণ্ডে (আগস্ট ২০১০) কান্দি ফুল প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, এদের শীঘ্র কোনো সংকটের কারণ দেখা যায় না এবং বাংলাদেশে এটি আশঙ্কামুক্ত হিসেবে বিবেচিত। বাংলাদেশে কান্দি ফুল সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে যে এই প্রজাতিটির বর্তমানে সংরক্ষণের প্রয়োজন নেই।
তথ্যসূত্র:
১. মমতাজ বেগম (আগস্ট ২০১০) “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। খন্ড ৬, পৃষ্ঠা ৩৭৭-৭৮। আইএসবিএন 984-30000-0286-0
বি. দ্র: ব্যবহৃত ছবি flowersofindia.net থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Thingnam Rajshree
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।