বাংলাদেশের রক্ষিত উদ্ভিদ বা বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদ হচ্ছে ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনানুসারে সংরক্ষিত ৫৪টি প্রজাতির একটি তালিকা। উল্লেখ্য যে, বাংলাদেশে প্রায় সাড়ে ছয় হাজার প্রজাতির উদ্ভিদ রয়েছে। এসব প্রজাতির ভেতরে অনেকগুলো বিপন্ন ও বিলুপ্তির পর্যায়ে রয়েছে। এইসব বিপন্ন প্রজাতির উদ্ভিদের ৫৪টি প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্য ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের তফসিল ৪ অনুসারে রক্ষিত উদ্ভিদ বা Protected plants ঘোষণা করা হয়েছে।
২০১২ সালে কার্যকর হওয়া আইনের ধারা ৬ অনুযায়ী এসব উদ্ভিদ কেউ ইচ্ছাকৃতভাবে উঠানো, উপড়ানো, ধ্বংস বা সংগ্রহ করতে পারবেন না। এছাড়া উক্ত আইনের ১২ নং ধারা অনুসারে উক্ত ৫৪ প্রজাতির উদ্ভিদ বা উদ্ভিদসমূহের অংশ বা উহা হতে উৎপন্ন দ্রব্য দান, বিক্রয় বা অন্য কোন প্রকারে অন্য কোন ব্যক্তির নিকট হস্তান্তর করতে পারবেন না। এসব অপরাধ যা ধারা ৬, ১০, ১১ বা ১২ লঙ্ঘন করলে কোনো ব্যক্তি অপরাধ করেছেন বলে বিবেচিত হবে এবং উক্তরূপ অপরাধের জন্য সর্বোচ্চ ১ বছর কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। একই অপরাধের পুনরাবৃত্তিতে ২ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১,০০,০০০ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
বাংলাদেশের আইন অনুসারে যেসব উদ্ভিদ সংরক্ষিত তার তালিকাটি নিচে প্রদান করা হলোঃ
ক্রম | বাংলা নাম | ইংরেজি নাম | দ্বিপদ নাম |
০১ | তালি পাম | Talipot palm | Corypha taliera |
০২ | সিভিট | Civit | Swintonia floribunda |
০৩ | বইলাম |
Boilam | Anisoptera scaphula |
০৪ | চুন্দুল | Chundul | Tetrameles nudiflora |
০৫ | কুম্ভি | Slow Match Tree | Careya arborea |
০৬ | প্রশান্ত আমুর | Pacific Maple | Aglaia cucullata |
০৭ | ধুপ | Dhup | Canarium resiniferum |
০৮ | কাঁটালাল বাটনা | Katalal Batna | Castanopsis armata |
০৯ | কর্পুর | Karpur | Cinamomum camphora |
১০ | তেজবহুল | Tajbahol | Cinnamomum iners |
১১ | মনিরাজ | Assam Cycas | Cycas pectinata |
১২ | অনন্তমূল | Indian sarsaparilla | Hemidesmus indicus |
১৩ | পুদিনা বা পিপারমেন্ট | Spearmint or spear mint | Mentha spicata |
১৪ | বাঁশপাতা | Banspata or Khmer | Podocarpus neriifolius |
১৫ | উরি আম | Uriam | Mangifera laurina |
১৬ | আন্দামান পাদাউক | Andaman padauk | Pterocarpus dalbergioides |
১৭ | রিঠা | Chinese soapberry | Sapindus mukorossi |
১৮ | কুসুম বা জায়না | Kusum or Joyna | Schlciehera oliosa |
১৯ | উদাল | Hairy Sterculia | Sterculia villosa |
২০ | হাড়জোড়া | Devil’s Backbone | Cissus quadrangularis |
২১ | ত্রিকোণী বট | Trikoni Bot | Ficus triamgularis |
২২ | লতা বট | Lata Bot | Ficus ripens |
২৩ | গয়া অশ্বথ | Gaya Aswatha | Ficus rumphii |
২৪ | উর্বশী বা পারিজাত | Pride of Burma | Amherstia nobilis |
২৫ | উদয়পদ্ম বা হিমচাঁপা | Laural magnolia | Magnolia grandiflora |
২৬ | জহুরী চাঁপা | Jahari Champa | Magnolia pumila |
২৭ | কুঁচ | Kunch | Abrus precatorius |
২৮ | কামদেব | Kamdeb | Calophyllum polyanthum |
২৯ | কির্পা | Khirpa | Lumnitzera racemosa |
৩০ | কুর্চি | Kurchi | Holarrhena antidysenterica |
৩১ | খলসী | Khalshi | Aegiceras corniculatum |
৩২ | গলগল | Galgal | Cochcllospurmum religiosum |
৩৩ | জইন | Jain | Trachyspermum ammi |
৩৪ | টালি | Tali | Dischopsis polyantha |
৩৫ | তমাল | Mottled Ebony | Diospyros cordifolia |
৩৬ | বুদ্ধ নারকেল | Narikeli | Pterygota alata |
৩৭ | হরিনা | Harina | Vitex peduncularis |
৩৮ | সিংড়া | Shingra | Cynometra ramiflora |
৩৯ | সমুন্দর ফল | Samundarphal | Barringtonia racemosa |
৪০ | বর্মি মইলাম | Mailam | Bouea oppositifolia |
৪১ | পশুর | Passur | Xylocarpus mekongensis |
অর্কিড
ক্রম | বাংলা নাম | ইংরেজি নাম | দ্বিপদ নাম |
৪২ | ভেন্ডপসিস | Ornamental orchid | Vendopsisi gigantica |
৪৩ | নীল রাস্না | Blue Vanda | Vanda coerulea |
৪৪ | কোথ | Kuth | Saussurea lappa |
৪৫ | লেডিস স্লিপার | Ladies slipper | Paphiopedilum spp |
৪৬ | খাসিয়া কলসি উদ্ভিদ | Khasia pithcher plant | Nepenthes khasiana |
৪৭ | লাল ভেন্ডা | Red vanda | Renanthara inchootiana |
৪৮ | বালবো ফাইলাম | Bulbo phyllum | Bulbophyllum roxburghii |
৪৯ | ডুথি | Duthie | Eulophia mackinnonii |
৫০ | ঘৃতকুমারীপাতা সিম্বিডিয়াম | Aloe-leafed Cymbidium | Cymbidium aloifolium |
৫১ | বেসক ডেনড্রোবিয়াম | Wesak Orchid | Dendrobium maccarthiae |
৫২ | বিশালপত্রী ডেনড্রোবিয়াম | Large-leaved Dendrobium | Dendrobium macrophyllum |
৫৩ | মহা ডেনড্রোবিয়াম | Noble Dendrobium | Dendrobium nobile |
৫৪ | বাসন্তীরঙা ডেনড্রোবিয়াম | Primrose-yellow Dendrobium | Dendrobium primulinum |
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।