বাংলাদেশ ও ভারতের আলংকারিক উদ্ভিদ ঢাল কচু

বৈজ্ঞানিক নাম: Ariopsis peltata

সমনাম: নেই

বাংলা নাম: ঢাল কচু

হিন্দি নাম: খডকতেরি, নাগমনি

ইংরেজি নাম: নেই

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস

জগৎ/রাজ্য: Plantae – Plants

অবিন্যসিত: Angiosperms

অবিন্যসিত: Monocots

বর্গ: Alismatales

পরিবার: Araceae

গণ: Ariopsis

প্রজাতি: Ariopsis peltata Nimmo

পরিচিতি: ঢাল কচু এরাসি পরিবারের একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। এদের পাতাগুলি ঢাল-আকৃতির, ১১-১৪ সেন্টিমিটার জুড়ে, এবং বৃন্ত পাতাকে যুক্ত করে, প্রান্তে নয়, তবে মাঝখানে কোথাও। প্রজাতির নাম পেলটাটা পাতাগুলির এই দিকটি জোর দেয়। পাতা এককভাবে এবং বৃন্তটি ৯-১৯ সেন্টিমিটার দীর্ঘ। প্রায় ১-১.৫ সেন্টিমিটার দীর্ঘ ফুলটি ডাঁটা আকারের হয়। এটি গোখরো লিলি ফুলের মত, যা প্রকৃত ফুলের সাথে একটি স্পেথের মাধ্যমে সংযুক্ত। ফুলহয় মে-জুন মাসে।

আরো পড়ুন:  কচু ও কচুশাক খাওয়ার উপকারিতা ও অনেকগুলো ভেষজ গুণ

Leave a Comment

error: Content is protected !!