আলপাতা ভেষজ গুণসম্পন্ন ঝোপালো গুল্ম

আলপাতা

বৈজ্ঞানিক নাম: Bragantia wallichii সমনাম: Apama laurifolia Rafin, Apama siliquosa Lam, Bragantia hispida Thw. ex Duch, Bragantia latifolia Lindl, Trimeriza piperina Lindl. ইংরেজি নাম: Alpam, Chakrani, Kuttivayana. স্থানীয় নাম: আলপাতা।
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae, বিভাগ: Magnoliopsida. বর্গ: Piperales. পরিবার:  Aristolochiaceae. গণ: Bragantia প্রজাতি: Bragantia wallichii.


ভূমিকা: আলপাতা (বৈজ্ঞানিক নাম: Bragantia wallichii) ঝোপালো গুল্ম। এই প্রজাতিটি এশিয়ার দেশে জন্মে। এটি অনেক ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়।

আলপাতা-এর বিবরণ:

আলপাতা ঝোপালো গুল্ম। এদের শাখা কোণাযুক্ত। পাতা ১৯-২৫ x ৫-৮ সেমি, উপবৃত্তাকার-আয়তাকার, অসম, শীর্ষস্থানীয়। ফুল একসাথে ১ থেকে ৫ টি হয়। তীব্র সুগন্ধ, রং হলুদ বা বাদামী, ভিতরে রেখাযুক্ত; পুংকেশর ১২ টি, ৩টি দলে ভাগ। ক্যাপসুল থেকে ১২ সেমি লম্বা, ৫ মিমি চওড়া, নলাকার; বীজ ২ মিমি লম্বা, ত্রিকোণ, রুগোজ।

চাষাবাদ: ফুল ও ফল সারা বছর ধরে। আর্দ্র পর্ণমোচী থেকে চিরহরিৎ বন, চিরসবুজ এবং আধা-চিরসবুজ বনে জন্মে।  

বিস্তৃতি: উপদ্বীপ ভারত ও শ্রীলঙ্কাসহ এশিয়ার দেশসমূহে জন্মে।

তথ্যসূত্র:

১. “Bragantia wallichii”, India Biodiversity Portal, ভারত, ইউআরএলঃ https://indiabiodiversity.org/species/show/231329

বি. দ্র: ব্যবহৃত ছবি India Biodiversity Portal থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Sachin Medigeshi Harish

আরো পড়ুন:  পুষ্কর মূল গুল্মের সাতটি ভেষজ গুণাগুণ

Leave a Comment

error: Content is protected !!