ভূমিকা: আলপাতা (বৈজ্ঞানিক নাম: Bragantia wallichii) ঝোপালো গুল্ম। এই প্রজাতিটি এশিয়ার দেশে জন্মে। এটি অনেক ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়।
আলপাতা-এর বিবরণ:
আলপাতা ঝোপালো গুল্ম। এদের শাখা কোণাযুক্ত। পাতা ১৯-২৫ x ৫-৮ সেমি, উপবৃত্তাকার-আয়তাকার, অসম, শীর্ষস্থানীয়। ফুল একসাথে ১ থেকে ৫ টি হয়। তীব্র সুগন্ধ, রং হলুদ বা বাদামী, ভিতরে রেখাযুক্ত; পুংকেশর ১২ টি, ৩টি দলে ভাগ। ক্যাপসুল থেকে ১২ সেমি লম্বা, ৫ মিমি চওড়া, নলাকার; বীজ ২ মিমি লম্বা, ত্রিকোণ, রুগোজ।
চাষাবাদ: ফুল ও ফল সারা বছর ধরে। আর্দ্র পর্ণমোচী থেকে চিরহরিৎ বন, চিরসবুজ এবং আধা-চিরসবুজ বনে জন্মে।
বিস্তৃতি: উপদ্বীপ ভারত ও শ্রীলঙ্কাসহ এশিয়ার দেশসমূহে জন্মে।
তথ্যসূত্র:
১. “Bragantia wallichii”, India Biodiversity Portal, ভারত, ইউআরএলঃ https://indiabiodiversity.org/species/show/231329
বি. দ্র: ব্যবহৃত ছবি India Biodiversity Portal থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Sachin Medigeshi Harish
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।