বৈজ্ঞানিক নাম: Cestrum parqui L’Herit.,
সমনাম: জানা নেই
ইংরেজি নাম: green cestrum or willow-leaved jessamine.
স্থানীয় নাম: চিকন-পাতা বেলী।
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae – Plants
শ্রেণী: Eudicots
উপশ্রেণি: Asterids
বর্গ: Solanales
পরিবার: Solanaceae
গণ: Cestrum
প্রজাতি: Cestrum parqui L’Herit.
বর্ণনা: চিকন-পাতা বেলী সোলানাসি পরিবারের কেস্ট্রাম গণের একটি গুল্ম। এরা ২.৫ মিটার পর্যন্ত উঁচু, উইলো সদৃশ পত্রবিশিষ্ট, বিস্তৃত শাখাসহ প্রায় মসৃণ। পত্র ৫.০-৭.৫ x ১.৫-২.০ সেমি, বল্লমাকার হতে উপবৃত্তাকার, ঝিল্লিময়, পত্রবৃন্ত ০.৫-১.০ সেমি লম্বা। পুষ্পবিন্যাস একটি উন্মুক্ত প্যানিকল। পুষ্প অবৃন্তক, গন্ধহীন। বৃতি প্রায় ০.৫ সেমি লম্বা, লোমশ, খন্ডক প্রায় ০.১ সেমি লম্বা, ত্রিকোণাকার। দলমন্ডল ২.০-২.৫ সেমি লম্বা, মসৃণ, ফ্যাকাশে হলুদ, খন্ডক প্রায় ০.৫ সেমি লম্বা, বল্লমাকার। পুংকেশর সামান্য অন্তর্মুখী। গর্ভাশয় মসৃণ, গর্ভদন্ড ২ সেমি লম্বা, গর্ভমুন্ড ডিস্ক-আকৃতির, আড়াআড়িভাবে ০.৫-১.০ সেমি, মসৃণ। ফুল ও ফল ধারণ ঘটে জানুয়ারি-সেপ্টেম্বর মাসে।
ক্রোমোসোম সংখ্যা: ২n = ১৬ (Fedorov, 1969)।
আবাসস্থল: মাঝে মাঝে বাগানে আবাদ করা হয়।
বিস্তৃতি: চিলিতে স্থানীয়। বাংলাদেশে ইহা ঢাকা জেলা (বলধা গার্ডেন) থেকে রিপোর্ট করা হয়েছে।
অর্থনৈতিক ব্যবহার/গুরুত্ব/ক্ষতিকর দিক: শোভাবর্ধক উদ্ভিদ হিসেবে গুরুত্বপূর্ণ।
জাতিতাত্বিক ব্যবহার: কোন জাতিতাত্বিক ব্যবহার জানা নেই।
বংশ বিস্তার: কান্ডের শাখা কলম দ্বারা।
প্রজাতিটির সংকটের কারণ: সংখ্যা স্বল্পতা।
সংরক্ষণ ও বর্তমান অবস্থা: কিছুটা দুর্লভ।
গৃহীত পদক্ষেপ: সংরক্ষণের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
প্রস্তাবিত পদক্ষেপ: বাগানে সংখ্যা বৃদ্ধি প্রয়োজন।
তথ্যসূত্র:
১. এম মতিয়ুর রহমান, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ১০ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ২৯৮-২৯৯। আইএসবিএন 984-30000-0286-0
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।
লেখাটির জন্য ধন্যবাদ। সুন্দর হয়েছে।