বৈজ্ঞানিক নাম: Clerodendrum chinense (Osbeck) Mabb. (1989)
সমনাম: Clerodendrum fragrans Willd.,
বাংলা নাম: সহস্রবেলী, হাজারবেলী।
ইংরেজি নাম:
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae – Plants
উপরাজ্য: Angiosperms
শ্রেণী: Eudicots
বর্গ: Lamiales
পরিবার: Lamiaceae
গণ: Clerodendrum
প্রজাতি: Clerodendrum chinense (Osbeck) Mabb. (1989)
পরিচিতি: সহস্রবেলী চীনের প্রজাতি। বাংলাদেশেও যত্রতত্র পাওয়া যায়। ১-১.৫ মিটার উচু, চিরসবুজ গাছ। কান্ড চৌকা, আগার দিকে রোমশ। পাতা বড়, প্রায় তাম্বুলাকার, ১০-১৫*৭-১২ সেমি, উপর রোমশ, নিচের শিরায় রোম, কিনার দন্তর। গ্রীষ্ম ও বর্ষায় ফুল ফোটে। গাছের আগায় পাতার মাঝখানে বড় এক থোকা ডাবল ফুল, সাদা, তাতে গোলাপী দাগ, সুগন্ধি, ২.৫ সেমি চওড়া। কলম ও শিকড় থেকে চারা গজায়। এই ফুলের নাম সহস্রবেলী কিন্তু বেলী গোত্র বা গণের সাথে এর কোনো মিল নেই। প্রশ্ন আসতে পারে, ফুল দেখতে গোলাপের মতো তাহলে এর নাম বেলী হবে কেন!? -আসলে বেশিরভাগক্ষেত্রে গুচ্ছ পাপড়ির ফুল দেখতে গোলাপের মতোই দেখায়, তাই বলে সব গুচ্ছ পাপড়ির ফুলতো আর গোলাপ না।
তথ্যসূত্র:
১. দ্বিজেন শর্মা, ফুলগুলি যেন কথা, বাংলা একাডেমী, ঢাকা।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।