হাজার বেলী বাংলাদেশের আলংকারিক ফুল

বৈজ্ঞানিক নাম: Clerodendrum chinense (Osbeck) Mabb. (1989)

সমনাম: Clerodendrum fragrans Willd.,

বাংলা নাম: সহস্রবেলী, হাজারবেলী।

ইংরেজি নাম:

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস

জগৎ/রাজ্য: Plantae – Plants

উপরাজ্য: Angiosperms

শ্রেণী: Eudicots

বর্গ: Lamiales

পরিবার: Lamiaceae

গণ: Clerodendrum

প্রজাতি: Clerodendrum chinense (Osbeck) Mabb. (1989)

পরিচিতি: সহস্রবেলী চীনের প্রজাতি। বাংলাদেশেও যত্রতত্র পাওয়া যায়। ১-১.৫ মিটার উচু, চিরসবুজ গাছ। কান্ড চৌকা, আগার দিকে রোমশ। পাতা বড়, প্রায় তাম্বুলাকার, ১০-১৫*৭-১২ সেমি, উপর রোমশ, নিচের শিরায় রোম, কিনার দন্তর। গ্রীষ্ম ও বর্ষায় ফুল ফোটে। গাছের আগায় পাতার মাঝখানে বড় এক থোকা ডাবল ফুল, সাদা, তাতে গোলাপী দাগ, সুগন্ধি, ২.৫ সেমি চওড়া। কলম ও শিকড় থেকে চারা গজায়। এই ফুলের নাম সহস্রবেলী কিন্তু বেলী গোত্র বা গণের সাথে এর কোনো মিল নেই। প্রশ্ন আসতে পারে, ফুল দেখতে গোলাপের মতো তাহলে এর নাম বেলী হবে কেন!? -আসলে বেশিরভাগক্ষেত্রে গুচ্ছ পাপড়ির ফুল দেখতে গোলাপের মতোই দেখায়, তাই বলে সব গুচ্ছ পাপড়ির ফুলতো আর গোলাপ না।

তথ্যসূত্র: 

১. দ্বিজেন শর্মা, ফুলগুলি যেন কথা, বাংলা একাডেমী, ঢাকা।

আরো পড়ুন:  পাতা বাহার উষ্ণমন্ডলীয় অঞ্চলের আলংকারিক উদ্ভিদ

Leave a Comment

error: Content is protected !!