বৈজ্ঞানিক নাম: Asparagus L., Sp. Pl.: 313 (1753).
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae
বিভাগ: Angiosperms
অবিন্যাসিত: Monocots
বর্গ: Liliales
গোত্র: Liliaceae
গণ: Asparagus L., Sp. Pl.: 313 (1753).
বর্ণনা: অ্যাসপারাগাস লিলিয়াসি পরিবারের বহুবর্ষজীবী ছোট গুল্ম। কান্ড ঋজু, ইতস্তত: ছড়ানো বা আরোহী, প্রস্থচ্ছেদে গোলাকার, খাঁজযুক্ত বা কোণাকার। মূল অনেক, গুচ্ছাকার। পত্র সূক্ষ্ম শল্কে হ্রাস প্রাপ্ত, কখনও কন্টক যুক্ত, কক্ষে পত্রবৎ ক্লাডোডের গুচ্ছ। পুষ্প সাধারণত উভলিঙ্গ, কদাচিৎ একলিঙ্গ, পুষ্পপুটাংশ ৬টি, ঘন্টাকার। পুংকেশর ৬টি, পুষ্পপুট খন্ড লগ্ন, পুংদন্ড মুক্ত, পরাগধানী দীর্ঘায়ত। গর্ভপত্র ৩টি, যুক্ত, গর্ভাশয় ৩-প্রকোষ্ঠী, গর্ভাশয় অধিগর্ভ, গর্ভমুণ্ড ৩, খাটো, অন্তর্মুখী বক্র। ফল গোলাকার রসালো বেরি। বীজ অল্প বা একল।
বাংলাদেশে গুরুত্বপূর্ণ প্রজাতি হচ্ছে শতমূলী
তথ্যসূত্র:
১. এম এ হাসান, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ১১ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩৫৫। আইএসবিএন 984-30000-0286-0
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।