বিবরণ: গাঁজা উঁচু বর্ষজীবী বীরুৎ বা গুল্ম। পত্র একান্তর বা প্রতিমুখ, সবৃন্তক, সোপপত্রিক, উপপত্র স্থায়ী, পত্র ফলক ভল্লাকার, প্রান্ত দন্তক। পুষ্পবিন্যাস অক্ষীয়, খাটো ও ঝুলন্ত নিয়ত বা স্পাইক মঞ্জরীতে গুচ্ছবদ্ধ। পুষ্প ছোট, সহপত্রী, মঞ্জরী পত্রিকা উপস্থিত ।
পুংপুষ্প: বৃত্যংশ খন্ড ৫ টি, প্রান্তআচ্ছাদী, দলমন্ডল খন্ড অনুপস্থিত, পুংকেশর ৫ টি, পুংদন্ড সূত্রাকার, পরাগধানী দীর্ঘায়ত । স্ত্রী পুষ্প: পুষ্পপুট স্বচ্ছ, গর্ভাশয়ের নিচের অংশ পুষ্পপুট দ্বারা আবৃত, গর্ভাশয় অবৃন্তক, দ্বি-গর্ভপত্রী, ডিম্বক ঝুলন্ত, গর্ভদন্ড শীর্ষীয়, পর্ণমোচী। ফল নাট। বীজ চ্যাপ্টা।
এই ক্যানাবিস গণে রয়েছে মোট তিনটি প্রজাতি। বাংলাদেশে এই গণে রয়েছে দুটি প্রজাতি, সেগুলো হচ্ছে- ১. Cannabis sativa, ভাং, ২ Cannabis indica, দেশি গাঁজা এবং অন্য প্রজাতিটির নাম, ৩. Cannabis Ruderalis.
তথ্যসূত্র:
১. মাহবুবা খানম, (আগস্ট ২০০৯)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”। আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ ৭ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ২০৪। আইএসবিএন 984-30000-0286-0
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।