[otw_shortcode_info_box border_type=”bordered” border_color_class=”otw-red-border” border_style=”bordered” shadow=”shadow-inner” rounded_corners=”rounded-10″]গণের বৈজ্ঞানিক নাম: Lycianthes Hassl., Ann. Conserv. & Jard. Bot. Gereve. 20: 180 (1917). জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Plantae – Plants শ্রেণী: Eudicots উপশ্রেণি: Asterids বর্গ: Solanales পরিবার: Solanaceae গণ: Lycianthes Hassl., [/otw_shortcode_info_box]
ভূমিকা: লিসিয়ান্থিস সোলানাসি পরিবারের একটি গণের নাম। এরা এক ধরনের ক্ষুদ্র বেগুন যারা সচরাচর আপনা থেকেই জন্মে থাকে।
বর্ণনা: লিসিয়ান্থিস সোলানাসি পরিবারের কন্টকহীন ঘন ঝোপের ন্যায় বীরুৎ অথবা গুল্ম। এদের পত্র সরল, বেশীরভাগ অখন্ড, উপরেরটি প্রায়শই নকলভাবে জোড়ায় স্থাপিত এবং অসমান।
এদের পুষ্পবিন্যাস একটি আম্বেলেট সাইম। পুষ্প এক হতে কয়েকটি, অক্ষীয়, গুচ্ছিত, পুষ্পবৃন্তিকাযুক্ত। বৃতি সামান্য ঘন্টাকার অথবা পেয়ালাকৃতি, কর্তিতা, ৫-১০ দন্তকবিশিষ্ট, প্রায়শই গোড়া স্ফীত যা বৃতি খন্ডকের সাথে একান্তর। দলমন্ডল চক্রাকার, খন্ডক আংশিকভাবে গোড়ায় সংযুক্ত, কুঁড়িতে প্রান্তস্পর্শী, ডিম্বাকার। পুংকেশর ৫টি, দলমন্ডলের গোড়ায় সংযুক্ত, পুংদন্ড সমান অথবা অসমান, পরাগধানী পুংদন্ড হতে অপেক্ষাকৃত লম্বা, একটি কোণে সংযুক্ত যা গর্ভদন্ডের চারদিকে থাকে, শীর্ষস্থ রন্ধ্র দ্বারা বিদারণ ঘটে। ফল একটি বেরী। বীজ অসংখ্য, চাপা।
লিসিয়ান্থিস গণে বাংলাদেশে আছে প্রজাতি আছে যা লোমপাতী ক্ষুদিবেগুন পরিচিত।
তথ্যসূত্র:
১. এম মতিয়ুর রহমান, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ১০ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩০০। আইএসবিএন 984-30000-0286-0
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।