স্ট্রেলিৎজিয়া স্ট্রেলিটজিয়াসি পরিবারের ৫টি প্রজাতিবিশিষ্ট একটি গণের নাম

উদ্ভিদের গণ

স্ট্রেলিটজিয়া

গণের বৈজ্ঞানিক নাম: Strelitzia Banks in Ait., Hort. Kew. ed. 1, 1: 285 (1789).
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plants; অবিন্যাসিত: Angiosperms; শ্রেণী: Monocots; উপশ্রেণি: Commelinids; বর্গ:  Zingiberales; পরিবার: Strelitziaceae; গণ: Strelitzia

বিবরণ: স্ট্রেলিৎজিয়া হচ্ছে স্ট্রেলিটজিয়াসি বা স্বর্গপাখি পরিবারের ৫টি প্রজাতিবিশিষ্ট সপুষ্পক উদ্ভিদের একটি গণের নাম। এরা মসৃণ, দেহকান্ডহীন, ক্লাম্প তৈরি করে, বহুবর্ষজীবী বীরুৎ। পত্র সরল, দ্বিসারি, গোড়ার সীথ খাটো, পত্রবৃন্ত লম্বা, আয়তাকার বা ডিম্বাকার-বল্লমাকার থেকে বল্লমাকার, মধ্যশিরা সুস্পষ্ট।

স্ট্রেলিৎজিয়া গণের উদ্ভিদগুলোর পুষ্পমঞ্জরী প্রান্তীয়, নৌকা আকৃতির বা ভৌম পুষ্পদন্ডের ন্যায়, দ্বিসারি মঞ্জরীপত্রযুক্ত। পুষ্প উভলিঙ্গ, গর্ভশীর্ষপুষ্পী, অনিয়মিত। পুষ্পপুটাংশ ৬টি, ২টি চক্রে বিন্যস্ত, বৃত্যংশ এবং পাপড়ি পৃথককৃত। বৃত্যংশ ৩টি, মুক্ত। পাপড়ি ৩টি, স্পষ্টভাবে অনিয়মিত, পার্শ্বীয় পাপড়ি মধ্য (অক্ষাভিগ) পাপড়ি থেকে অপেক্ষাকৃত লম্বা। পুংকেশর ৫টি, সবগুলো উর্বর, পরাগধানী রৈখিক, ২-কোষবিশিষ্ট, গর্ভপত্র ৩টি, যুক্ত গর্ভপত্রী, গর্ভাশয় ৩-কোষবিশিষ্ট, প্রতি কোষে ডিম্বক অসংখ্য, অমরাবিন্যাস অক্ষীয়, গর্ভদন্ড লম্বা, গর্ভমুণ্ড ৩টি। ফল ক্যাপসিউল। বীজ অসংখ্য, বীজোপাঙ্গযুক্ত।

স্ট্রেলিৎজিয়া গণে পৃথিবীতে আছে পাঁচটি প্রজাতি এবং বাংলাদেশে আছে একটি প্রজাতি যার নাম সারস ফুল বা সারস লিলি। প্রজাতি পাঁচটি হচ্ছে ১. সাদা স্বর্গপাখি ফুল বা Strelitzia alba ২. পাহাড়ি স্বর্গপাখি ফুল বা Strelitzia caudata, ৩. বড় স্বর্গপাখি ফুল বা Strelitzia nicolai ৪. সারস লিলি বা Strelitzia reginae ৫. আফ্রিকার জংলি কলা বা Strelitzia juncea.

তথ্যসূত্র:

১. এম এ হাসান এবং নাহিদ সুলতানা, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ১২ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৪৩৩। আইএসবিএন 984-30000-0286-0

Leave a Comment

error: Content is protected !!