ঝুল আমলা ফাইলান্থুস গণের বাংলাদেশ ভারতের বিরল গুল্ম

বৈজ্ঞানিক নাম: Phyllanthus pendulus Roxb., Fl. Ind. 3: 662 (1832).

সমনাম: Diasperus pendulus (Roxb.) Kuntze

ইংরেজি নাম: জানা নেই।

স্থানীয় নাম: ঝুল আমলা।

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস

জগৎ/রাজ্য: Plantae

বিভাগ: Angiosperms

অবিন্যাসিত: Eudicots

অবিন্যাসিত: Rosids

বর্গ: Rosales

পরিবার: Elantinaceae

গণ: Phyllanthus.

প্রজাতি: Phyllanthus pendulus Roxb.

বর্ণনা: ঝুল আমলা ফাইলান্থুস গণের দ্বিবর্ষজীবী গুল্মবৎ বীরুৎ। কান্ড ঋজু, ৮০ সেমি পর্যন্ত উঁচু, রোমশ বিহীন ক্ষুদ্র শাখা সূত্রকার, অতিশয় লম্বা, নিম্নমুখী ঝুলন্ত, শাখা পল্লবিত। পত্র দ্বিসারী ১ সেমি লম্বা, খাটো বৃক্তযুক্ত, সোপপত্রিক, পত্রফলক সরু উপবৃত্তাকার থেকে ভল্লাকার, সূক্ষ্মাগ্র। পুষ্প কাক্ষিক, তির্যকপূর্ণ প্রান্ত আচ্ছাদী, মঞ্জরীপত্র যুক্ত।

পুংপুষ্প: সবৃন্তক, বৃত্যংশ প্রশস্ত ডিম্বাকার, সূক্ষ্মাগ্র, পাপড়ি, অনুপস্থিত, চাকতি গ্রন্থি ৬টি, পুংকেশর ৩টি, পুংদন্ড উপরদিকে যুক্ত, পরাগধানী বহির্মুখী, বন্ধ্যা গর্ভপত্র অনুপস্থিত।

স্ত্রীপুষ্প: বৃন্ত শক্ত, বৃত্যংশ পুংপুষ্পের বৃত্যংশের অনুরূপ কিন্তু দীর্ঘতর, পাপড়ি অনুপস্থিত, চাকতি গোলাকার, দন্তযুক্ত, গর্ভাশয় অদন্ডক থেকে সামান্য দন্ডযুক্ত, প্রতি প্রকোষ্ঠে ডিম্বক ২টি, গর্ভদন্ড বক্র, গর্ভমুন্ড অগ্র বা পশ্চাৎ মুখী বক্র। ফল ক্যাপসিউল, চাপা, গোলাকার। বীজ ত্রিকোণাকার, গুটিকাকার, কেরাঙ্কলবিহীন। ফুল ও ফল ধারণ ও জানা নেই।

ক্রোমোসোম সংখ্যা: জানা নেই।

আবাসস্থল: পতিত জমি।

বিস্তৃতি: ভারত। Hooker কর্তৃক (১৮৮৭) বেঙ্গল থেকে (যা বর্তমান বাংলাদেশের অন্তর্ভুক্ত) রিপোর্টকৃত।

অর্থনৈতিক ব্যবহার/গুরুত্ব/ক্ষতিকর দিক: জানা নেই।

জাতিতাত্বিক ব্যবহার: জানা নেই।

বংশ বিস্তার: বীজে বংশ বিস্তার।

প্রজাতিটির সংকটের কারণ: আবাসস্থল ধ্বংস।

সংরক্ষণ ও বর্তমান অবস্থা: তথ্য সংগৃহীত হয়নি (NE), সম্ভবত বিরল।

গৃহীত পদক্ষেপ: নেই।

প্রস্তাবিত পদক্ষেপ: ব্যাপক অনুসন্ধানের মাধ্যমে প্রজাতিটির অবস্থান নির্দেশনা জরুরি। অবস্থান জানা গেলে যথাস্থানে এবং যথাস্থানের বাইরে সংরক্ষণ প্রয়োজন।

তথ্যসূত্র:

১. রহমান, এম অলিউর (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৭ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৪৭৮। আইএসবিএন 984-30000-0286-0

আরো পড়ুন:  তিসি তেল ও আঁশ উৎপাদনকারী উপকারি গুল্ম

Leave a Comment

error: Content is protected !!