তিত বেগুন এশিয়া ও আমেরিকার ঔষধি উদ্ভিদ

তিত বেগুন

বৈজ্ঞানিক নাম: Solanum capsicoides সমনাম: Solanum aculeatissimum sensu Schulz non Jacq. Solanum ciliatum Lam. Solanum spinosissimumauct. বাংলা নাম: তিত বেগুন। ইংরেজি নাম: Cockroach berry, polohauai’i in Polinesia
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae – Plants অবিন্যাসিত: (unranked): Angiosperms অবিন্যাসিত: Eudicots অবিন্যাসিত: Asterids বর্গ: Solanales পরিবার: Solanaceae – Potato family গণ: Solanum L. – nightshade. প্রজাতি: Solanum capsicoides All. – cockroach berry.

পরিচিতি:  তিত বেগুন সোলানাসি পরিবারের সোলানাম গণের প্রচুর কাঁটাযুক্ত এক ধরনের গুল্ম জাতীয় উদ্ভিদ। এটির আদি নিবাস পূর্ব ব্রাজিল, কিন্তু অন্য গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে প্রকৃতিগত হয়েছে,  যদিও এটি কখনও কখনও কোথাও আগ্রাসি আগাছা হিসেবে বিবেচিত।

বিস্তৃতি: বাংলাদেশের বরিশালে বেশি দেখা যায়। এটি দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাওয়া যায়। এছাড়াও উত্তর আমেরিকা ও কানাডার মহা সমভূমিতে [Great Plain] পাওয়া যায়।  

ব্যবহার:  সাপে কাটা রোগীকে ৮টি বিচি মুখে দিয়ে ২৪ ঘণ্টায় ৩ বার খাওয়ানো হয়।

বিবিধ: Solanum গণে বাংলাদেশে রয়েছে অন্তত ৯টি প্রজাতি।

সতর্কীকরণঃ যে কোনো ভেষজ ঔষধ নিজ দায়িত্বে ব্যবহার করুন। 

আরো পড়ুন:  গোট বেগুন বা গুচ্ছ বেগুন এক ঔষধি ভোজ্য গুল্ম

2 thoughts on “তিত বেগুন এশিয়া ও আমেরিকার ঔষধি উদ্ভিদ”

  1. তিতবেগুনের সাথে দেয়া ছবিটা তিতবেগুনের নয়, কন্টকারির!

    Reply
  2. ছোটবেলায় এটা দিয়ে খেলতাম। এর যে এমন গুণাগুণ আছে জেনে উপকৃত হলাম।

    Reply

Leave a Comment

error: Content is protected !!