পরিচিতি: তিত বেগুন সোলানাসি পরিবারের সোলানাম গণের প্রচুর কাঁটাযুক্ত এক ধরনের গুল্ম জাতীয় উদ্ভিদ। এটির আদি নিবাস পূর্ব ব্রাজিল, কিন্তু অন্য গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে প্রকৃতিগত হয়েছে, যদিও এটি কখনও কখনও কোথাও আগ্রাসি আগাছা হিসেবে বিবেচিত।
বিস্তৃতি: বাংলাদেশের বরিশালে বেশি দেখা যায়। এটি দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাওয়া যায়। এছাড়াও উত্তর আমেরিকা ও কানাডার মহা সমভূমিতে [Great Plain] পাওয়া যায়।
ব্যবহার: সাপে কাটা রোগীকে ৮টি বিচি মুখে দিয়ে ২৪ ঘণ্টায় ৩ বার খাওয়ানো হয়।
বিবিধ: Solanum গণে বাংলাদেশে রয়েছে অন্তত ৯টি প্রজাতি।
সতর্কীকরণঃ যে কোনো ভেষজ ঔষধ নিজ দায়িত্বে ব্যবহার করুন।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।
তিতবেগুনের সাথে দেয়া ছবিটা তিতবেগুনের নয়, কন্টকারির!
ছোটবেলায় এটা দিয়ে খেলতাম। এর যে এমন গুণাগুণ আছে জেনে উপকৃত হলাম।