বৈজ্ঞানিক নাম: Trianthema portulacastrum L.
সমনাম: Trianthema monogyna.
ইংরেজি নাম: desert horsepurslane, black pigweed, and giant pigweed
স্থানীয় নাম: গাদা-বানি বা লাবুনী, পুনর্ণবা
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae
বিভাগ: Angiosperms
অবিন্যাসিত: Edicots
বর্গ: Caryophyllales
পরিবার: Aizoaceae
গণ: Trianthema
প্রজাতি: Trianthema portulacastrum L.
বর্ণনা: গাদা-বানি বা লাবুনী একটি দৃঢ় মূলবিশিষ্ট, মসৃণ, ভূশায়ী বহুবর্ষজীবী বিরুত। এদের কচি পাতা কখনো কখনো সবজি হিসেবে খাওয়া হয়।[১] এটি প্রধানভাবে বর্ষার শুরুতে বের হয়; এই কালেই তার বাড় বাড়ন্ত বেশি; এই গাছের প্রসার কম এবং লতা মাটিতে লুটিয়ে পড়ে, পাতা দেখতে প্রায় গোল, নরম ও মাংসল হয়। গাছের ডাঁটাও খুব শক্ত নয়, নরমই বলা যেতে পারে। সাদা ও হালকা গোলাপি রংয়ের ২ রকম ফল হতে দেখা যায়। গাছ ২ থেকে ৩ বৎসরও বেঁচে থাকে যদি জমি মাটি সরস ও উর্বর হয়। এর বীজ দেখতে অনেকটা পাটের বীজের মতো। নিচু বা নিম্ন জমিতে এ গাছ হয় না, যে জমিতে ঘাস বেশি সেখানেও এর বৃদ্ধি হতে চায় না। বেলে বা দো-আঁশ মাটিতে ভালো হয়। সেই মাটিতে গাছের আকার দেড় থেকে দুই হাত উঁচু হতে দেখা যায়। একটা শীতপ্রধান জায়গায় গাছের ডাঁটায় ও পাতায় খুব শুষ্ক রোমাবৃত হতে দেখা যায়।[২]
তথ্যসূত্র:
১. মাহবুবা খানম, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৬ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৮৪-৮৫। আইএসবিএন 984-30000-0286-0
২. আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য, চিরঞ্জীব বনৌষধি খন্ড ২, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, প্রথম প্রকাশ ১৩৮৩, পৃষ্ঠা, ২১১।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।