ভূমিকা: ক্যামেলিয়া (বৈজ্ঞানিক নাম: Camellia japonica, ইংরেজি নাম: common camellia, Japanese camellia, or tsubaki) হচ্ছে Theaceae পরিবারের Ericales গণের সপুষ্পক উদ্ভিদ। এই প্রজাতি বিভিন্ন রঙের সুগন্ধি ফুল বিশিষ্ট ছোট বৃক্ষ এটি।
বিবরণ: ক্যামেলিয়া ছোট বাহারী গাছ। জর্জ জোসেফ ক্যামেল-এর নামানুসারে Camellia নামকরণ হয়েছে। পাতা ডিম্বাকৃতি ও এর কিানারা খাঁজকাটা এবং উপরিভাগ মসৃণ সবুজ। ঝোপঝাড় বিশিষ্ট গাছটি আকর্ষণীয়। ফুল দেখতে অপূর্ব। গোলাকৃতি ডবল ফুল। পাপড়ি সংখ্যা পাঁচটি। লাল বা গোলাপি রঙের ফুল হয়। প্রকারভেদে পাপড়ি সংখ্যা বাড়তে পারে।
এপ্রিল থেকে জুন ফুল ফোটার সময়। বীজ বা কাটিং থেকে বংশ বাড়ে। ঢাকার বলধা গার্ডেনে এদের দেখা যায়। এর প্রজাতি সংখ্যা ৮২।
বিস্তৃতি: ক্যামেলিয়া ফুলের আদিবাস জাপান। এছারাও চীন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কোরিয়াসহ অনেক দেশে এই ফুল জন্মে।
তথ্যসূত্র:
১ শেখ সাদী, উদ্ভিদকোষ, দিব্যপ্রকাশ, ঢাকা, প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০০৮, পৃষ্ঠা, ১১৪।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।