ভূমিকা: কেরিকাসি বা পেঁপে হচ্ছে সপুষ্পক উদ্ভিদের একটি পরিবার। এই পরিবারে ছয়টি গণে প্রায় প্রায় ৫৫টি প্রজাতি আছে।
বিবরণ: পেঁপে পরিবার নরম কাষ্ঠল, ছােট, ভিন্নবাসী বা সহবাসী বৃক্ষ বা গুল্ম, দেহকান্ড কদাচিৎ শাখান্বিত, রস দুগ্ধবৎ। পত্র শীর্ষীয় মুকুটে ঘন সন্নিবিষ্ট, করতলাকার খন্ডিত, লম্বা বৃন্তযুক্ত, উপপত্র বিহীন।
পুষ্প একলিঙ্গ কদাচিৎ উভলিঙ্গ। বৃত্যংশ ৫টি, ছােট। পুংপুষ্প অবৃন্তক, পুংউদ্ভিদে ঝুলন্ত মঞ্জরীতে গুচ্ছাকারে ঘন সন্নিবিষ্ট। পাপড়ি ৫টি, সরু নলাকারে যুক্ত, ব্যবর্তিত বা প্রান্তস্পর্শী। পুংকেশর ১০টি, দল মন্ডলের অভ্যন্তরে ২ সারিতে বিন্যস্ত। গর্ভপত্র হাসপ্রাপ্ত, কদাচিৎ কার্যকরী। স্ত্রী পুষ্প স্ত্রী উদ্ভিদে জন্মে, অবৃন্তক, একল বা পত্র অক্ষে স্বল্প সংখ্যক পুষ্প বিশিষ্ট করিম্ব মঞ্জরীতে বিন্যস্ত। দলমন্ডল যুক্ত। গর্ভাশয় বৃহৎ, গােলাকার, পঞ্চ গর্ভপত্রীয়, যুক্ত গর্ভপত্রী, ডিম্বক অসংখ্য,অমরাবিন্যাস গাত্রীয়, গর্ভদন্ড খাটো, গর্ভমুন্ড ৫টি, অবৃন্তক।
এই পরিবারের গাছগুলোর ফল রাসালাে বেরি। বীজ রাসালাে সস্য যুক্ত, ভ্রণ ঋজু। এই গােত্রে ৬টি গণ এবং ৫৫টি প্রজাতি, আফ্রিকার উষ্ণমন্ডলীয় অঞ্চল এবং আমেরিকায় বিস্তৃত। বাংলাদেশে এর ১টি গণ ও ১টি প্রজাতি আছে যার প্রচলিত নাম পেঁপে।
তথ্যসূত্র:
১. এস নাসির উদ্দিন (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৭ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ১৮৬। আইএসবিএন 984-30000-0286-0
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।