এলস্টোনিয়া হচ্ছে এপোসিনাসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের গণ

[otw_shortcode_info_box border_type=”bordered” border_color_class=”otw-red-border” border_style=”bordered” shadow=”shadow-inner” rounded_corners=”rounded-10″]গণের বৈজ্ঞানিক নাম: Alstonia R. Br., Mem. Wern. Soc. 1: 75 (1809). জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms অবিন্যাসিত:Eudicots অবিন্যাসিত: Asterids বর্গ: Gentianales পরিবার: Apocynaceae গণ: Alstonia[/otw_shortcode_info_box]

ভূমিকা: এলস্টোনিয়া বা ছাতিম হচ্ছে এপোসিনাসি পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদের গণের নাম।

বিবরণ: এলস্টোনিয়া গণের উদ্ভিদেরা বৃক্ষ বা খাড়া গুল্ম, সাধারণত চক্রাবর্তী শাখা বিশিষ্ট। এদের পাতা সরল, সাধারণত চক্রবর্তী, মসৃণ বা রোমশ, বিডিম্বাকার বা বল্লমাকার, পার্শ্ব শিরা বহুসংখ্যক।

এদের পুষ্পবিন্যাস যৌগমঞ্জরীবৎ বা সমভূমঞ্জরীবৎ, প্রান্তীয় সাইম। পুষ্প থলিকাকার। বৃতি খর্ব, ৫-খন্ডিত, রোমবিহীন, সাধারণত স্থূলাগ্র। দলমণ্ডল সাদা বা সবুজাভ-সাদা, বেলনাকার নল বিশিষ্ট, ৫-খন্ডিত, শুধুমাত্র মুখের কাছে রোমশ। পুংকেশর দলমণ্ডল নলে সন্নিবেশিত, পরাগধানী বল্লমাকার। চক্র (ফলক) বিভিন্ন আকৃতির, বলয়াকার, কর্তিতাগ্র বা খন্ডিত, বিরলক্ষেত্রে অনুপস্থিত। প্রতি গর্ভপত্রে বহু ডিম্বক, অসংখ্য খাঁজযুক্ত, গর্ভদণ্ড সূত্রাকার, গর্ভমুণ্ড খর্ব বা ২-দন্তুর। ফলিক্যাল ২টি, বেলনাকার। বীজ বহু, আয়তাকার বা রৈখিক, সাধারণত রোমশ।

বাংলাদেশে এলস্টোনিয়া গণে আছে তিনটি প্রজাতি, সেগুলো হচ্ছে ছোট ছাতিম (বৈজ্ঞানিক নাম: Alstonia macrophylla), পাহাড়ি ছাতিম এবং বড় ছাতিম।

তথ্যসূত্র:

১. এম আতিকুর রহমান, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৬ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ১৮৬। আইএসবিএন 984-30000-0286-0

আরো পড়ুন:  ছোট ছাতিম দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার সুদৃশ্য সুগন্ধি ফুলের বৃক্ষ

Leave a Comment

error: Content is protected !!