ভূমিকা: ডাইলেনি হচ্ছে ডাইলেনিয়াসি পরিবারের সপুষ্পক একটি উদ্ভিদের গণের নাম। এই গণের প্রজাতিগুলো ফল গাছ হিসাবে লাগানো হয়ে থাকে।
বিবরণ: বৃক্ষ, পত্র বৃহৎ কখনও সহপত্রী, বৃন্ত উপরের অংশ খাঁজ যুক্ত। পুষ্প সুদর্শন, একল বা প্রান্তীয় সাইম মঞ্জরীতে বিন্যস্ত, কখনও খাটো শাখায় গুচ্ছবদ্ধ, মঞ্জরী পত্র ও মঞ্জরীপত্রিকা আপাতী বা অনুপস্থিত।
বৃত্যংশ ৫টি, প্রথমে বীরুৎ সদৃশ ও বিস্তৃত, স্থায়ী, ফলে বর্ধিত, রসালো ও ঠাসা। পাপড়ি ৫টি, হলুদ বা সাদা, বৃত্যংশ অপেক্ষা বৃহত্তর, আশুপাতী।
পুংকেশর অসংখ্য, মুক্ত, পুংদন্ডের দৈর্ঘ্য সম বা অসম, পরাগধানী রৈখিক, প্রকোষ্ঠ সমান্তরাল, শীর্ষীয় ছিদ্র বা অনুদৈর্ঘ্য ফাটল দ্বারা উন্মুক্ত, অভ্যন্তরস্থ পরাগধানী ঋজু ও অন্তর্মুখী, বাহিরের পরাগধানী বক্র ও বহুমুখী। গর্ভপত্র ৫-২০১টি, কোণাকৃতি পুষ্পধারে জন্মে, গর্ভদন্ড ছটাকার, ডিম্বক ৪-২০ টি।
ফল বেরি, অবিদারী, মোটা প্রসারিত বৃত্যংশ দ্বারা অবরুদ্ধ। বীজ বীজোপাঙ্গ বিহীন। বাংলাদেশে ডাইলেনি গণে ক. চালতা (বৈজ্ঞানিক নাম: Dillenia indica) খ. বন চালতা এবং গ. হারগেজা নামে মোট তিনটি প্রজাতির পাওয়া যায়।
তথ্যসূত্র:
১. এস. কে. দত্ত (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৭ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩৪৪। আইএসবিএন 984-30000-0286-0
বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Dinesh Valke
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।